ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বনভোজনের ছুতোয়…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বনভোজনের ছুতোয়… চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে অংশ নেওয়া শিল্পীরা (ছবি: সংগৃহীত)

সোহানুর রহমান সোহান, ওমর সানী, মৌসুমী, পপি, মিশা সওদাগর, পলাশ, নার্গিস আক্তার, নিপুণ, জায়েদ খান, ইমন, বাপ্পি চৌধুরী, সজল, মাহিয়া মাহি, নিরব, আইরিন, অমৃতা, পরীমনি, আসিফ আকবর, শিরিন শিলা, তানহা তাসনিয়া— চলচ্চিত্রের এমন তারকাদের একসঙ্গে উপস্থিতি বড় কোনো উপলক্ষ ছাড়া সম্ভব নয়।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) বনভোজনের ছুতোয় প্রাণের উৎসবে মেতেছিলেন রূপালি জগতের শিল্পী-কলাকুশলীরা।  

রূপগঞ্জ ভুলতার সুবর্ণগ্রামে বসেছিলো তারার হাট।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজন হলেও এখানে হাজির হন চলচ্চিত্র নায়ক-নায়িকারা। দিনভর খেলাধুলা ছাড়াও জুটি বেঁধে চলচ্চিত্রের পুরনো আর নতুন গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন তারা। নায়িকাদের জন্য মিউজিকাল চেয়ার গেম, হাঁড়িভাঙাও জমে উঠেছিলো। বনভোজনে বাচ্চাদের জন্য ছিলো খেলাধূলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

(বাম থেকে) রাহা তানহা খান, আইরিন, ওমর সানী ও অন্যান্য (ছবি: সংগৃহীত)বনভোজন কমিটির আহ্বায়ক ও পরিচালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সুমন চলচ্চিত্রের তারকারা ছাড়াও টেলিভিশন মিডিয়ারও অনেকেই এসেছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।