ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ট্রেলারের শুরুতেই বঙ্গবন্ধুর ভাষণ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ট্রেলারের শুরুতেই বঙ্গবন্ধুর ভাষণ  ‘ভুবন মাঝি’ ছবির ট্রেলার

‘…আর যদি একটা গুলি চলে’— জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে ট্রেলারের শুরু। মুক্তিযুদ্ধ, মানবিক প্রেম, সম্ভাবনার বাংলাদেশ— এসব চিত্র উঠে এসেছে ‘ভুবন মাঝি’ ছবির দেড় মিনিটের ট্রেলারে। 

সরকারি অনুদানে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।

ছবিটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান।  

‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে ওঠার গল্প। গল্পের শুরু ১৯৭০ সাল, শেষ ২০১৩।

১৯৭০ সালের নির্বাচনের অল্প কিছুদিন আগে নহির (পরমব্রত) গ্রাম থেকে কুষ্টিয়া শহরে ডিগ্রি পড়তে আসে। দেশজুড়ে নির্বাচন আর স্বাধীনতার আন্দোলন তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি। বরং চাচাতো বোনের বান্ধবী ফরিদা বেগম (অপর্ণা) আর থিয়েটার ছিলো তার ধ্যান-জ্ঞান। কিন্তু ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের জন্মের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে যায় সে। ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি এসব নিয়ে গড়ে উঠেছে ‘ভুবন মাঝি’র গল্প। ট্রেলারে পাওয়া গেলো সেসব চিত্রের ধারণা। সব মিলিয়ে ‘ভুবন মাঝি’ দর্শককে প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হবে বলে মনে করেন পরিচালক।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।