ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দর্শকের ধারণা বদলে দেবেন মিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
 দর্শকের ধারণা বদলে দেবেন মিম বিদ্যা সিনহা সাহা মিম, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘এই নায়িকাকে শহুরে তরুণীর চরিত্রেই মানায়’— নিজের সম্পর্কে দর্শকের এমন ধারণা বদলে দেবেন লাক্সতারকা বিদ্যা সিনহা সাহা মিম। জনপ্রিয় এই চিত্রনায়িকা এবার অভিনয় করবেন মফস্বলের এক তরুণীর চরিত্রে।

প্রেক্ষাগৃহে চলছে মিমের ছবি 'ভালোবাসা এমনই হয়'। এ সময়ে নতুন খবর জানালেন তিনি।

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে নতুনরূপে হাজির হচ্ছেন মিম। এটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে মিম বলেন, ‘চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলচ্চিত্রে এ ধরনের চরিত্রে আগে তেমন কাজ করা হয়নি। তবে আমার বিশ্বাস, দর্শক নতুন মিমকেও সাদরে গ্রহণ করবেন। ’

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে মিমের বিপরীতে থাকছেন বাপ্পী চৌধুরী। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। দুই সময়ের দুই সুন্দরীর দেখা হচ্ছে দ্বিতীয়বারের মতো। এর আগে তারা ‘তারকাঁটা’ ছবিতে কাজ করেছেন।

মিম জানান, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ‘দুলাভাই জিন্দাবাদ’-এর দৃশ্যধারণে অংশ নেবেন তিনি। ছবিটিতে আরও অভিনয় করবেন ডিপজল, আহমেদ শরীফ, মিশা সওদাগর ও নাদের খান।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।