ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একদিন আনন্দযজ্ঞে...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
একদিন আনন্দযজ্ঞে... বনভোজনে অংশ নেওয়া অভিনয়শিল্পীরা (ছবি: সংগৃহীত)

একদিকে আমজাদ হোসেন, দিলারা জামান, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আফজাল হোসেন, ওমর সানি, মোমেনা চৌধুরী...

অন্যদিকে লুৎফর রহমান জর্জ, চয়নিকা চৌধুরী, আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, তারিন জাহান, তানভীন সুইটি, গাজী রাকায়েত, গিয়াস উদ্দিন সেলিম, ডিএ তায়েব, আজমেরি হক বাঁধন, এসএ হক অলিক, অহনা, ঊর্মিলা শ্রাবন্তী কর, আইরিন তানি— এ যেন তিন প্রজন্মের তারকাদের মিলনমেলা।  

ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জের জামতলার কেতুনে শুক্রবার (ফেব্রুয়ারি) টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড আয়োজন করে বনভোজন।

এখানেই দিনভর আনন্দ-আড্ডায় মেতে ওঠেন টিভি তারকা ও নির্মাতারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক জানান, শুটিং-সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয় এ অঙ্গনের মানুষদের। অন্যদের বিনোদন দিতে দিতে তারা ক্লান্ত হয়ে পড়েন। এর থেকে একটু মুক্তি পেতেই বনভোজনের আয়োজন। সব মিলিয়ে দিনটি ভালো কেটেছে তাদের।  

গত বছর ডিরেক্টর গিল্ডসের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন গাজী রাকায়েত। নতুন নির্বাচিত কমিটির প্রথম প্রয়াস এই বনভোজন।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।