ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিনটা জন্মদিনের মতো করে পাচ্ছিনা: আরিফিন শুভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দিনটা জন্মদিনের মতো করে পাচ্ছিনা: আরিফিন শুভ আরিফিন শুভ, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েই আরিফিন শুভ বলেছেন, “দিনটা জন্মদিনের মতো করে পাচ্ছিনা। দারুণ ব্যস্থতায় সকাল শুরু হয়েছে। সারাদিন এভাবেই কাটবে।‘প্রেমী ও প্রেমী’ ছবির মুক্তি উপলক্ষে প্রমোশনের কাজে আছি।”

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিজের জন্মদিনে এমনটাই জানালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার ছবি ‘প্রেমী ও প্রেমী’।

ছবিটিতে তার নায়িকা নুসরাত ফারিয়া।  

শুভ জানান, ভালোবাসা দিবস উপলক্ষে বড়পর্দায় আসছে ‘প্রেমী ও প্রেমী’। যৌথ প্রযোজনার ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ (জাজ মাল্টিমিডিয়া)। হলিউডের বিখ্যাত ছবি ‘লিপ ইয়ার’-এর অনুকরণে এটি তৈরি করেছেন জাকির হোসেন রাজু।

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘সারাবিশ্বেই একটি ছবি বা গল্পের অনুপ্রেরণা নিয়ে আরেকটি তৈরি হচ্ছে। আবার অনুমতি ছাড়া ফ্রেম টু ফ্রেম নকল করা হচ্ছে হচ্ছে। বিষয়গুলো আলাদা। অনুকরণ করা দোষের কিছু নয়। আমার ছবিটি ‘লিপ ইয়ার’-এর থিম নিয়ে হয়েছে। এ দেশের সংস্কৃতির উপযোগী করে ছবিটির জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। দর্শকের ভালো লাগলেই আমরা খুশি। ’  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।