ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কান উৎসবে বিচারকদের সভাপতি পেড্রো আলমোডোভার

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
কান উৎসবে বিচারকদের সভাপতি পেড্রো আলমোডোভার পেড্রো আলমোডোভার (ছবি: সংগৃহীত)

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি হিসেবে থাকবেন স্প্যানিশ চলচ্চিত্রের আইকন ও বিশ্বখ্যাত পরিচালক এবং চিত্রনাট্যকার পেড্রো আলমোডোভার। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ই-মেইল বার্তায় আয়োজকরা বাংলানিউজকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

কান উৎসবের দুই পরিচালক পিয়ের লেসকিউর ও থিয়েরি ফ্রমোর কাছ থেকে আমন্ত্রণ পেয়ে পেড্রো আলমোডোভার বলেছেন, ‘এমন দায়িত্বে বসে কান উৎসবের ৭০তম বর্ষপূর্তি উদযাপনের সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমি কৃতজ্ঞ, সম্মানিত এবং কিছুটা অভিভূত।

বিচারকদের সভাপতির দায়িত্ব সম্পর্কে আমি সচেতন। আশা করছি, কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। শুধু এটুকু বলতে পারি, শারীরিক ও মানসিকভাবে কাজটিতে নিবেদিত হবো, এটা একই সঙ্গে একটি সুযোগ ও আনন্দের। ’

৩৫ বছরের চলচ্চিত্র জীবনে সেলুলয়েডে নানান ঢঙে গল্প বলেছেন পেড্রো আলমোডোভার। ‘পেপি, লুসি, বম’ (১৯৮২) থেকে শুরু করে গত বছর কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া ‘জুলিয়েটা’ পর্যন্ত ২০টি ছবি তৈরি করেছেন তিনি। পেনোলোপি ক্রুজ, অ্যান্টোনিও ব্যান্ডেরাস, রসি ডি পালমা, হাভিয়ার বারদেমসহ বিখ্যাত তারকারা কাজ করেছেন তার পরিচালনায়।

কানে এ পর্যন্ত পেড্রো আলমোডোভারের পাঁচটি ছবি বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছে। এর মধ্যে ‘অল অ্যাবাউট মাই মাদার’ (১৯৯৯) সেরা পরিচালক, ‘ভলভার’ (২০০৬) সেরা চিত্রনাট্য ও অভিনেত্রীদের সেরা সম্মিলিত অভিনয় পুরস্কার পায়।

২০০৪ সালে পেড্রো আলমোডোভারের ‘ফাইনালি ব্যাড এডুকেশন’-এর কান উৎসবের পর্দা ওঠে। এ ছাড়া তার পরিচালিত ‘ব্রোকেন এমব্রাসেস’ (২০০৯), ‘দ্য স্কিন আই লিভ ইন’ (২০১১) এবং ‘জুলিয়েটা’ প্রতিযোগিতা বিভাগে স্থান পায়। কানের ৬০তম আসরের পোস্টারে স্থান পায় তার প্রতিকৃতি।

আগামী ১৭ মে শুরু হয়ে কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এবারের প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া ছবি এবং পেড্রো আলমোডোভারের নেতৃত্বে কারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তা ঘোষণা করা হবে এপ্রিলের মাঝামাঝি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।