ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন ঘণ্টা দাঁড়িয়ে হৃতিকের ছবি দেখেছিলেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
তিন ঘণ্টা দাঁড়িয়ে হৃতিকের ছবি দেখেছিলেন সালমান! ‘বিগ বস টেন’ অনুষ্ঠানের ফাইনালে সালমান খান ও হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)

‘কাবিল’ ছবির প্রচারণা নিয়ে ইদানীং তুমুল ব্যস্ত হৃতিক রোশন। এর মধ্যেও ‘বিগ বস টেন’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি।

সবশেষ ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ ছবির প্রচারণা করতে ‘বিগ বস’-এ অংশ নেন হৃতিক। এবার তাকে আসার জন্য সঞ্চালক সালমান খান নিজেই ফোন করেছিলেন।

তার কথা ফেলতে পারেননি ৪৩ বছর বয়সী এই অভিনেতা।

ভারতের লোনাভালায় ‘বিগ বস টেন’-এর সেটে গিয়ে সালমানের সঙ্গে পুরনো দিনের কথা রোমন্থন করেন হৃতিক। ৫১ বছর বয়সী এই সুপারস্টারের সঙ্গে বহু বছর ধরে আত্মিক সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। বয়সে বড় এবং পরামর্শদাতা হলেও ‘দাবাং’ তারকা বরাবরই বন্ধুর মতো মিশেছেন তার সঙ্গে।

সালমানের উদারতা ও নম্রতাকে আলাদাভাবে শ্রদ্ধা করেন বলেও জানান হৃতিক। এজন্যই তার সঙ্গে আড্ডা দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন নির্মাতা রাকেশ রোশনের এই পুত্র। তাছাড়া দেখা হলেই তাকে আনন্দে মাতিয়ে রাখেন সল্লু। ‘বিগ বস টেন’-এ আমন্ত্রণ পাওয়ায় তাকে ধন্যবাদ জানান তিনি।

‘বিগ বস টেন’ অনুষ্ঠানের ফাইনালে সালমান খান ও হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)স্মৃতিকাতর হয়ে নিজের অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০) ছবির একটি চমকপ্রদ ঘটনা জানিয়েছেন হৃতিক। তিনি জানান, প্রিভিউতে কোনো আসন খালি না থাকায় তিন ঘণ্টা দাঁড়িয়েই ছবিটি দেখেছিলেন সালমান! তখন তার হাত ছিলো হৃতিকের কাঁধে। তাকে রসিকতার সুরে সল্লু প্রতিশ্রুতি দিয়েছেন, ‘কাবিল’ও পুরোটাই দাঁড়িয়ে দেখবেন!

‘বিগ বস টেন’ অনুষ্ঠানের ফাইনালে সালমান খান, ইয়ামি গৌতম ও হৃতিক রোশন (ছবি: সংগৃহীত)‘কাবিল’-এ হৃতিকের নায়িকা ইয়ামি গৌতমও অংশ নিয়েছেন ‘বিগ বস টেন’ অনুষ্ঠানের ফাইনালে। ছবিটিতে আরও অভিনয় করেছেন রনিত রায় ও রোহিত রায়। এটি মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। শুধু ভারতেই এর আয় হয়েছে প্রায় ৭০ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।