ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়ার অ্যালবামের মোড়ক খুললেন ওস্তাদ সঞ্জীব দে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
প্রিয়ার অ্যালবামের মোড়ক খুললেন ওস্তাদ সঞ্জীব দে ওস্তাদ সঞ্জীব দে-এর সঙ্গে আর্শিনা প্রিয়া (ছবি: সংগৃহীত)

গুণী ও জনপ্রিয় অনেক কণ্ঠশিল্পীর গানের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে। নতুন প্রজন্মের গায়িকা আর্শিনা প্রিয়ার অভিষেক অ্যালবাম ‘এপি’র মোড়ক খুললেন তিনি। 

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইস্কাটনের একটি রেস্তোরাঁয় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব দে। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র প্রযোজক পরমান আলী, সংগীতশিল্পী বেলাল খান প্রমুখ।

 

গান ও অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আর্শিনা প্রিয়া। পেশাগত কারণে ক্যানাডায় বসবাস করেন তিনি। সুযোগ পেলেই ছুটে আসেন দেশে।  

‘এপি’ প্রকাশনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পী (ছবি: সংগৃহীত)অ্যালবাম প্রসঙ্গে আর্শিনা প্রিয়া বলেন, ‘অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। অবশেষে আমার একক অ্যালবাম বের হলো। শ্রোতা-দর্শকদের ভালোবাসা চাই। ’

‘এপি’তে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, জিয়াউদ্দিন আলম ও মেহেদী হাসান লিমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, পংকজ, আহাম্মেদ হুমায়ুন, প্রতীক হাসান ও শান। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে জিপি মিউজিক ডিজিটালি প্রকাশিত হবে প্রিয়ার ‘এপি’। এর মধ্যে একটি গানের ভিডিও আসবে। এটি তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।