ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিস ইউনিভার্স মুকুট জিতলেন ফরাসি সুন্দরী (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
মিস ইউনিভার্স মুকুট জিতলেন ফরাসি সুন্দরী (ভিডিও) ইরিস মিতোনা (ছবি: সংগৃহীত)

মিস ইউনিভার্সের ৬৫তম আসরে ছড়ালো ফরাসি সৌরভ। বিশ্বের ৮৫টি দেশের সুন্দরীদের হটিয়ে এ প্রতিযোগিতায় মুকুট জিতলেন প্যারিসের ইরিস মিতোনা।

সোমবার (৩০ জানুয়ারি) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মল অব এশিয়া এরেনায় তিন ঘণ্টার জমকালো আয়োজনে নতুন মিস ইউনিভার্স হিসেবে ইরিসের নাম ঘোষণা করা হয়। ইরিসের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স ফিলিপাইনের পিয়া আলোনজো ওয়ার্ৎজবাক।

মিস ইউনিভার্স ওয়েবসাইটে ইরিস প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, সেরার স্বীকৃতি পেলে দন্ত ও মৌখিক স্বাস্থ্যবিধির পক্ষে পরামর্শক হিসেবে কাজ করবেন। উত্তর ফ্রান্সের ছোট্ট শহর লিলায় বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এই তরুণী ডেন্টাল সার্জারিতে ডিগ্রি নিচ্ছেন।

ইরিসের সুবাদে প্রায় ৬৪ বছর পর আবার মিস ইউনিভার্সের মুকুট গেলো ফ্রান্সে। সবশেষ ১৯৫৩ সালে এটি জিতেছিলেন ক্রিস্টিয়ান মার্টেল। এ ছাড়া ইউরোপের কোনো সুন্দরী এক দশকেরও বেশি সময় পর এই খেতাব পেলেন।  

ইরিস মিতোনার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে (ছবি: সংগৃহীত)৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি উচ্চতার ইরিস বলেছেন, ‘মিস ইউনিভার্সের মুকুট জিতে খুব চমকে গিয়েছি। আমি সত্যিই ধন্য। প্রত্যেক মেয়েই মিস ইউনিভার্স হতে চায়। এই মঞ্চটা অসাধারণ, সবকিছুই বিস্ময়কর। ’

শিশু ও মেয়েদের জন্য শিক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে অংশ নিতে চান বলেও জানিয়েছেন ইরিস। তিনি বলেন, ‘আমি মানুষকে সহযোগিতা করতে চাই। মানুষকে বুঝতে চাই। মানুষের কাছাকাছি যেতে চাই। এজন্যই মিস ইউনিভার্স হওয়া ছিলো আমার স্বপ্ন। ’

সেরা তিন প্রতিযোগীর জন্য শেষ প্রশ্ন ছিলো, জীবনের ব্যর্থ হয়েছেন কি-না আর তা থেকে কী শিখেছেন। ইরিস বলেন, ‘আমি জীবনে কয়েকবার ব্যর্থ হয়েছি। ব্যর্থ হলে মনকে বড় রেখে এগিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতে হয়। আমিও ব্যর্থ হয়েছি, তবে এটাই আমার জন্য সবচেয়ে বড় সুযোগ। ’

প্রথম রানারআপ হয়েছেন হাইতির ২৫ বছর বয়সী র‌্যাকেল পেলিসিয়ের। দ্বিতীয় রানারআপ হন কলম্বিয়ার ২৩ বছর বয়সী আন্ড্রেয়া তোয়ার। গত সপ্তাহে প্রতিযোগিতা শুরুর পর কয়েক ধাপ পেরিয়ে ফাইনালের জন্য সাঁতার পোশাক রাউন্ডে নির্বাচিত হন ১৩ জন। তাদের মধ্য থেকে ইভেনিং গাউন পর্বে উত্তীর্ণ হন ৯ সুন্দরী।  

চূড়ান্ত লড়াইয়ের জন্য নির্বাচন করা ৬ সুন্দরীকে। বাকি তিনজন হলেন ফিলিপাইনের মারিয়া মিকা ম্যাক্সিন মিডিনা, থাইল্যান্ডের সেলিতা সুয়েনসেনি ও কেনিয়ার ম্যারি এস্টার ওয়্যার।

ইরিস মিতোনা (ছবি: সংগৃহীত)বিচারকের মধ্যে ছিলেন প্রাক্তন তিন মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন, পুয়ের্তো রিকোর ডায়ানারা তোরেস (১৯৯৩) ও অ্যাঙ্গোলার লেইলা লোপেজ (২০১১)। অন্য বিচারকরা হলেন ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক মিকি বোর্ডম্যান, টেলিভিশন তারকা সিনথিয়া বেইলি ও সামাজিক উদ্যোক্তা ফ্রান্সসিনে লেফ্রাক।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এমি পুরস্কার জয়ী স্টিভ হার্ভি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভুল করে মিস ইউনিভার্স হিসেবে অন্য একজনের নাম ঘোষণা করেছিলেন তিনি! এ কারণে রসিকতার ছলে নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণার আগে চোখে মোটা ফ্রেমের একটি চশমা পরে নেন স্টিভ!

* ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণার ভিডিও:

* দেখুন প্যারিসে চিত্রায়িত ইরিস মিতোনার ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।