ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাহি আবার ‘ময়না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
মাহি আবার ‘ময়না’ মাহিয়া মাহি (ছবি: সংগৃহীত)

নায়িকা প্রধান চলচ্চিত্রের দিকে ঝুঁকেছেন মাহিয়া মাহি। এরই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। এতে তার বিপরীতে থাকছেন কলকাতার এক নায়ক।    

দ্বিতীয়বারের মতো ‘ময়না’ নামের কোনো চরিত্রে হাজির হচ্ছেন মাহি। ‘অনেক সাধের ময়না’র ময়না চরিত্রেও অনবদ্য অভিনয় করেছিলেন তিনি।

এবার ‘ময়না’ নামের এই ছবিটি নির্মাণ করবেন অনন্য মামুন। প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।  

নির্মাতা জানান, ছবিটির চিত্রনাট্যের কাজ শেষ। রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবি হবে ‘ময়না’। রোববার (২৯ জানুয়ারি) ছবিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন মাহি। সব ঠিক থাকলে আমাগী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘ময়না’। ফেব্রুয়ারির মাঝামাঝি শুটিং শুরু হবে।

‘ময়না’ সম্পর্কে মাহি বাংলানিউজকে বলেন, ‘সব মিলিয়ে একটি ভালো ছবি হতে যাচ্ছে। আর নাম ভূমিকায় অভিনয় করার আনন্দটা অন্যরকম। তবে একটা চাপও অনুভব করি। ’

অনন্য মামুনের সেলফিতে মাহি, তার স্বামী অপু ও প্রযোজক আরশাদ আদনান (ছবি: সংগৃহীত)‘অনেক সাধের ময়না’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘বিগ ব্রাদার’ ও ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। এদিকে ‘ময়না’ বাদে আরও পাঁচটি ছবি রয়েছে তার হাতে। সেগুলোতেও মাহি আছেন নাম ভূমিকায়। ‘ময়না’র ময়না, ‘প্রেমের বাঁধন’-এর বাঁধন, ‘গোলাপতলীর কাজল’-এর কাজল, ‘জান্নাত’-এর জান্নাত, ‘দুরন্ত মেঘলা’র মেঘলা ও ‘তুমি আমার সুন্দরী’র সুন্দরী চরিত্রে মাহি নিজেকে কতোটা ফুটিয়ে তুলতে পারেন সেটাই দেখার পালা।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।