ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিদায় ইমানুয়েল রিভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিদায় ইমানুয়েল রিভা ইমানুয়েল রিভা (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯২৭, মৃত্যু: ২৭ জানুয়ারি ২০১৭)

অস্কার মনোনীত অভিনেত্রী ইমানুয়েল রিভা আর নেই। দীর্ঘদিন রোগে ভুগে গত ২৭ জানুয়ারি বিকেলে ফ্রান্সের প্যারিসে একটি ক্লিনিকে ৮৯ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মুখপাত্র অ্যান অ্যালভারেস কোরেয়া খবরটি নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে।

ইমানুয়েল রিভার মৃত্যুর খবরে বিশ্ব চলচ্চিত্রে শোক নেমে এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, ‘তার সুবাদেই ফরাসি চলচ্চিত্র আলাদা পরিচিতি পেয়েছে বিশ্বের দরবারে।

নিজের অভিনীত সব চরিত্রে তীব্র আবেগ সৃষ্টি করেছেন তিনি। ’

কান উৎসবে স্বর্ণপাম জয়ী মাইকেল হানেকির ‘আমুর’ ছবিতে অভিনয়ের জন্য ২০০৩ সালের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান ইমানুয়েল রিভা। এর গল্প এক বয়স্ক ফার্সি দম্পতির (জ্যঁ-লুই ত্রাতিনিও ও ইমানুয়েল রিভা) নির্মম জীবনকে ঘিরে। ছবিটি অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায়। অস্কার না পেলেও ‘আমুর’ ছবিতে হৃদয়ছোঁয়া অভিনয়ের সুবাদে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি।

গত বছর আইসল্যান্ডে ‘অ্যালমা’ নামের একটি ছবির কাজ করেছেন। এখনও এর চিত্রায়ন ও সম্পাদনা চলছে। ফলে এটাই হবে তার শেষ চলচ্চিত্র। আগামী মার্চে ফ্রান্সে মুক্তি প্রতীক্ষিত ‘প্যারিস বেয়ারফুট’ নামের একটি ছবিতে তাকে বড়পর্দায় দেখা যাবে।

ছয় দশকের ক্যারিয়ারে ইমানুয়েল রিভা ছিলেন মঞ্চ ও চলচ্চিত্রের ফরাসি গুণী শিল্পী। ১৯৫৯ সালে অ্যালেইন রেনের ‘হিরোশিমা মন আমুর’ ছবির মাধ্যমে প্রথম মনোযোগ কেড়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।