ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতের দক্ষিণী ছবিতে মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
ভারতের দক্ষিণী ছবিতে মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যৌথ প্রযোজনার পর এবার ভারতের দক্ষিণী ছবিতে নাম লেখালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এর নাম ‘রংবাজ খিলাড়ি’। ভোজপুরি ও তামিল ভাষার ছবিটিতে তাকে দেখা যাবে নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে।

এরই মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজে অংশগ্রহণ করেছেন মিষ্টি জান্নাত। রোববার (২৯ জানুয়ারি) ঢাকায় ফিরছেন তিনি।

ছবিটির পরিচালনা করছেন সত্য প্রকাশ।

ভারতের দক্ষিণী ছবিতে কাজ করা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না! বিশেষ করে তামিল ভাষায় অভিনয় করা দুঃসাহসিক কাজ মনে হয়েছে আমার কাছে। অবশ্য ইউনিটের সবার সহযোগিতা পাওয়ায় কাজটা করতে সক্ষম হয়েছি। তারা আমাকে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিয়েছেন। সবমিলিয়ে সাবলীল ও সুন্দরভাবেই চিত্রায়িত হয়েছে। ’

‘রংবাজ খিলাড়ি’র সহশিল্পীদের সঙ্গে মিষ্টি জান্নাত (ছবি: সংগৃহীত)এর আগে থাইল্যান্ডেই ‘আমার প্রেম তুমি’ নামে যৌথ প্রযোজনার একটি ছবির কাজ করেন মিষ্টি জান্নাত। এতে তাকে দেখা যাবে কলকাতার নায়ক সোহমের বিপরীতে। ‘তুই আমার রানী’ নামের যৌথ প্রযোজনার আরেকটি ছবিতে তার সহশিল্পী কলকাতার নায়ক সূর্য।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ (বাপ্পি চৌধুরী) ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর মুক্তি পায় তার অভিনীত নজরুল ইসলাম বাবুর ‘চিনি বিবি’ (জয় চৌধুরী)।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।