ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ‘বাংলা খেয়াল উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আবার ‘বাংলা খেয়াল উৎসব’ ‘বাংলা খেয়াল উৎসব’ ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা (ছবি: সংগৃহীত)

প্রতিবছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে এই আয়োজন। চলবে  ১ ফেব্রুয়ারি পর্যন্ত। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে এ উৎসব।

উৎসবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ ৩৪টি সংগীত প্রতিষ্ঠান ও ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ নবীন শিল্পীদের অংশগ্রহণ।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার (২৮ জানুয়ারি) চ্যানেল আই ভবনে  সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতজ্ঞ আজাদ রহমান ও শিল্পী ফেরদৌস আরা।  

এবারের বাংলা খেয়াল উৎসবে অংশ নেবেন ফেরদৌস আরা, ওস্তাদ করিম শাহবুদ্দীন, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রী, তানজিনা করিম স্বরলিপি, হারুনুর রশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দীন, গাজী আব্দুল হাকিম, ফিরোজ খান, লিত্ত জে বাড়ৈ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।