ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আশিক-মৌরীর মালাবদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আশিক-মৌরীর মালাবদল নবদম্পতি আশিকুর রহমান ও মেহের মৌরী (ছবি: সংগৃহীত)

বিয়ে করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান। শুক্রবার (২৭ জানুয়ারি) বনশ্রীর একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে আশিক মালাবদল করেন মেহের মৌরীর সঙ্গে। এ সময় পাত্র-পাত্রীর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

‘কিস্তিমাত’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘মুসাফির’, ছবিগুলো দিয়ে আলোচনায় আসেন নির্মাতা আশিকুর রহমান। বছর খানেক আগে মৌরীর সঙ্গে তার পরিচয়।

এরপর সম্পর্ক গড়ায় ভালোবাসায়। দুই পরিবারের সম্মতিতে এবার তারা ঘর বাঁধলেন।  

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে আশিক বাংলানিউজকে বলেন, ‘নতুন জীবনে প্রবেশ করেছি। মনের মানুষকে নিয়ে সারাজীবন সুখে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

নরসিংদীর সন্তান আশিক আর মৌরীর বেড়ে ওঠা রাজবাড়ীতে। আশিক চলচ্চিত্রেই প্রতিষ্ঠিত হতে চান। মৌরী এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যরনরত। অচিরেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এই নবদম্পতি।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।