ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কার বয়কট করছেন ইরানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
অস্কার বয়কট করছেন ইরানি অভিনেত্রী তারানা আলিদুস্তি (ছবি: সংগৃহীত)

হলিউডে আগামী ২৬ ফেব্রুয়ারি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে অংশ নেবেন না ইরানি অভিনেত্রী তারানা আলিদুস্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলোর অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব তোলার কারণে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি।

এবারের অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে তারানা আলিদুস্তি অভিনীত ‘দ্য সেলসম্যান’। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর মতে, ট্রাম্পের এমন পদক্ষেপ বর্ণবাদী।

টুইটারে তিনি বলেছেন, ‘ইরানিদের জন্য ট্রাম্পের ভিসা নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্ণবাদী আচরণ। সাংস্কৃতিক আয়োজনগুলো এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকুক আর না থাকুক, প্রতিবাদস্বরূপ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নেবো না। ’

সিরিয় শরণার্থীসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সিরিয়া, সুদান, সোমালিয়া, ইরাক, ইরান, লিবিয়া ও ইয়েমেনের অভিবাসীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে শিগগিরই ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করবেন বলে ধারণা করা হচ্ছে।

৬৯তম কান চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পায় আসগর ফারহাদি পরিচালিত ‘দ্য সেলসম্যান’। এর গল্প এক দম্পতিকে ঘিরে। আর্থার মিলারের ধ্রুপদী মঞ্চনাটক ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ নিয়ে কাজ শুরুর পর তাদের সম্পর্কে ভাঙন ধরে। ছবিটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শাহাব হুসেইনি ও তারানা আলিদুস্তি।

গত বছর নির্বাচনী প্রচারণায় বিশ্বের সব মুসলিমকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও গত ২৫ জানুয়ারি এবিসি নিউজকে তিনি জানান, মুসলিমদের নিষিদ্ধ করার পরিকল্পনা নেই তার। তবে কুখ্যাত সন্ত্রাসী আছে আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় হুমকি হতে পারে এমন মুসলিম দেশগুলোর ক্ষেত্রে কঠোর হবেন তিনি।

যদিও কিছু সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, সাতটি মুসলিম রাষ্ট্রের পর্যটকদের ওপর এক মাসের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অন্যতম ইরান।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।