ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রান্নার অতিথি বিচারক মারিয়া নূর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রান্নার অতিথি বিচারক মারিয়া নূর (বাঁ থেকে) শারমিন লাকি, তারিক আনাম খান, ড্যানিয়েল গোমেজ ও মারিয়া নূর

লাল শাড়িতে সেজে এফডিসিতে এসেছেন উপস্থাপিকা মারিয়া নূর। কোনো ছবির নয়, একটি টিভি অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। ‘সুপার শেফ’ অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। এটা তার জন্য নতুন অভিজ্ঞতা।

এ পর্বের থিম পহেলা বৈশাখ। সেজন্যই লাল শাড়ি পরেছেন মারিয়া নূর।

অনুষ্ঠানটির মূল তিন বিচারক হিসেবে আছেন অভিনেতা তারিক আনাম খান, উপস্থাপিকা শারমিন লাকী ও রন্ধন বিশেষজ্ঞ ড্যানিয়েল গোমেজ।

প্রথমবার অতিথি বিচারক হওয়ার অনুভূতি জানিয়ে মারিয়া নূর বাংলানিউজকে বললেন, ‘প্রথমে খুব মজা লাগছিলো ভেবে যে, প্রতিযোগীরা এতো পদের রান্না করবেন আর সেগুলোর স্বাদ পরখ করে তাদেরকে নম্বর দেবো। পরে ফলাফলের সময় আসতেই মনে হলো আমার মার্কিংয়ের কারণে একজন বিদায় নেবেন, প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন। তখন ডেঞ্জার জোনে থাকা প্রতিযোগীদের সঙ্গে আমিও স্নায়ুচাপে ভুগতে লাগলাম। তারিক আনাম ভাইকে এজন্য বলছিলাম, বিচারকদেরকে প্রতিদিন কি কঠিন কাজটাই না করতে হয়। ’

জানা গেছে, সেরা ২০ জনকে নিয়ে সাজানো হচ্ছে সুপার শেফ কিচেন রাউন্ড। প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন নগদ ১০ লাখ, ৫ লাখ ও ৩ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া সেরা দশে থাকা বাকিরাও পাবেন অর্থ। শিগগিরই এনটিভিতে ‘সুপার শেফ’-এর প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।