ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমার আমি’তে সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
‘আমার আমি’তে সুমাইয়া শিমু ‘আমার আমি’ অনুষ্ঠানে সুমাইয়া শিমু

দু’বছর আগে বিয়ে করে সংসার সাজিয়েছেন, এরপর থেকে এখনও অভিনয়ে আগের মতো নিয়মিত নন অভিনেত্রী সুমাইয়া শিমু। মাঝে মধ্যে নাটকের কাজ করছেন তিনি। টিভি অনুষ্ঠানেও তার উপস্থিতি পাওয়া যায় না খুব একটা। 

ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘদিন পর আলাপচারিতার আয়োজনে কথা বললেন সুমাইয়া শিমু। বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে তিনি জানাবেন নিজের সাম্প্রতিক ব্যস্ততার খবর।

বলবেন ব্যক্তিজীবনের গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।  

রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এ পর্বটি প্রচার হবে আগামী ২৮ জানুয়ারি রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।