ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রামেন্দু মজুমদার পাচ্ছেন আজীবন সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রামেন্দু মজুমদার পাচ্ছেন আজীবন সম্মাননা রামেন্দু মজুমদার (ছবি: সংগৃহীত)

দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা রামেন্দু মজুমদারকে এবার আজীবন সম্মাননা জানানো হবে।এই আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। 

শুক্রবার (২৭ জানুয়ারি) ‘ষষ্ঠ আরটিভি স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করবেন রামেন্দু মজুমদার।

২০১৬ সালে আরটিভিতে প্রচারিত বিভিন্ন নাটক ও অনুষ্ঠান থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, শিশুশিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি ক্যাটাগরিতে সম্মাননা পদক দেবে।

দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশে অবদান রাখার জন্য এবার আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে নাট্যজন রামেন্দু মজুমদারকে। তিনি এর আগে এুকশে পদক ছাড়াও দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননায় ভুষিত হয়েছেন। অনুষ্ঠানটি ওইদিন বিকেল ৫টা ৩০ মিনিটে বসুন্ধরা আন্তজার্তিক কনভেশন সেন্টার থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।