ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আবার ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকের দৃশ্য

২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধ্বসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। সে সময় ফ্যাক্টরিতে রাতের শিফটে কাজ করছিলেন শতাধিক কর্মী। দুর্ঘটনায় নিহত হয় ৬৪ জন। তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, কোনো রকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিলো একটি জলাভূমির ওপর। প্রাচ্যনাটের ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটি সেই ঘটনাকেই কেন্দ্র করেই।

সদ্যপ্রয়াত নাট্যশিল্পী অপু আমানকে উৎসর্গ করে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে এটি।

 

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। তারাভান নামের একজন নারী গার্মেন্টস শ্রমিকের সুখ-দুঃখ, হাসি-কান্না উঠে এসেছে এ নাটকে। এদিন সন্ধ্যায় নাটকটিতে অভিনয় করবেন- শাহানা সুমি, প্রদ্যুৎ কুমার ঘোষ, ফরহাদ, শাহরিয়ার রানা, ফুয়াদ।

নাটকটির সংগীত পরিকল্পনা করেছেন নীল কামরুল, পোশাক পরিকল্পনা করেছেন বিলকিস জাহান জবা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবুল হাসনাত রিপন। ভিডিওগ্রাফি ও প্রজেকশনে আছেন সাইফুল ইসলাম জার্নাল।

প্রাচ্যনাটের ২৯তম প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’র উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর। এরপর দেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।