ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৮৯তম অস্কারের মনোনয়ন তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
৮৯তম অস্কারের মনোনয়ন তালিকা (বাঁয়ে) দৃশ্য: ‘লা লা ল্যান্ড’; (ডানে ওপর থেকে) ‘অ্যারাইভাল’ ও ‘মুনলাইট’ ছবির দৃশ্য (ছবি: সংগৃহীত)

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৯তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

অস্কারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ধারণকৃত ভিডিওর মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ভিডিওটির চিত্রায়ন হয়েছে লসঅ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন ও টোকিওতে।

এ আয়োজনে অ্যাকাডেমি সভাপতি শেরিল বুন ইসাকসের সঙ্গে অংশ নিয়েছেন ১১ অস্কারজয়ী ও অস্কার মনোনীত তারকা। তারা হলেন— ডেমিয়েন বিকির, ডাস্টিন ল্যান্স ব্ল্যাক, গ্লেন ক্লোজ, গুইলারমো দেল তোরো, মার্সিয়া গে হার্ডেন, টেরেন্স হাওয়ার্ড, জেনিফার হাডসন, ব্রি লারসন, জেসন রিটম্যান, গ্যাবুরি সিডিবে ও কেন ওয়াতানাবি।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

একঝলকে দেখে নিন সামনের সারির বিভাগগুলোর মধ্যে কোন ছবিগুলো সেরা চলচ্চিত্, কোন কোন অভিনয়শিল্পী সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেলেন।  

৮৯তম অস্কারের মনোনয়ন তালিকা
সেরা ছবি: লা লা ল্যান্ড, মুনলাইট, ম্যানচেস্টার বাই দ্য সী, অ্যারাইভাল, লায়ন, হ্যাকসো রিজ, হিডেন ফিগারস, ফেনসেস, হেল অর হাই ওয়াটার,

সেরা অভিনেত্রী: এমা স্টোন (লা লা ল্যান্ড), নাটালি পোর্টম্যান (জ্যাকি), রুথ নেগা (লাভিং), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স), ইসাবেল হুপার (এল)।

সেরা অভিনেতা: ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সী), ডেনজেল ওয়াশিংটন (ফেনসেস), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকসো রিজ)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: ভায়োলা ডেভিস (ফেনসেস), নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেন্সার (হিডেন ফিগারস), মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সী)

সেরা পার্শ্ব-অভিনেতা: জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), মাহারশালা আলি (মুনলাইট), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সী), দেব প্যাটেল (লায়ন), মাইকেল শ্যানন (নকটার্নাল অ্যানিমেলস)

চলচ্চিত্র পরিচালক: ডেনিস ভিলেন্যুভ (অ্যারাইভাল), মেল গিবসন (হ্যাকসো রিজ), ড্যামিয়েন শেজেল (লা লা ল্যান্ড), কেনেথ লনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সী), ব্যারি জেনকিন্স (মুনলাইট),

চিত্রনাট্য (মৌলিক): হেল অর হাই ওয়াটার (টেলর শেরিড্যান), লা লা ল্যান্ড (ড্যামিয়েন শেজেল), দ্য লবস্টার (ইওর্গেস লানতিমস ও এফতিমিস ফিলিপ্পো), ম্যানচেস্টার বাই দ্য সী (কেনেথ লনারগ্যান), টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন (মাইক মিলস)
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): মুনলাইট, লায়ন, হ্যাকসো রিজ, অ্যারাইভাল, ফেনসেস, হিডেন ফিগারস

বিদেশি ভাষার চলচ্চিত্র: ল্যান্ড অব মাইন (ডেনমার্ক), অ্যা ম্যান কল্ড উবা (সুইডেন), দ্য সেলসম্যান (ইরান), টেনা (অস্ট্রেলিয়া), টনি আর্ডমান (জার্মানি)

অ্যানিমেটেড ছবি: কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস, মোয়ানা, মাই লাইফ অ্যাজ অ্যা জুকিনি, দ্য রেড টার্টেল, জুটোপিয়া
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ব্লাইন্ড ভাইশা, বরোড টাইম, পিয়ার সিডার অ্যান্ড সিগারেটস, পার্ল, পাইপার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আনামিস আনটারিয়া, লা ফাম এ লে টেজেবে, সাইলেন্ট নাইটস, সিং, টাইমকোড
প্রামাণ্যচিত্র: ফায়ার অ্যাট সী, আই অ্যাম নট ইউর নেগ্রো, লাইফ অ্যানিমেটেড, ওজে: মেড ইন আমেরিকা, থার্টিন্থ
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: এক্সট্রেমিস, ৪.১ মাইলস, জো’স ভায়োলিন, ওয়াটানি: মাই হোমল্যান্ড, দ্য হোয়াইট হেলমেটস

চিত্রগ্রহণ: অ্যারাইভাল (ব্রাডফোর্ড ইয়াং), লা লা ল্যান্ড, (লাইনাস স্যান্ডগ্রেন) লায়ন (গ্রেগ ফ্রেজার), মুনলাইট (জেমস ল্যাক্সটন), সাইলেন্স (রড্রিগো প্রায়েটো)
ভিজ্যুয়াল ইফেক্টস: ডিপওয়াটার হরাইজন, ডক্টর স্ট্রেঞ্জ, দি জঙ্গল বুক, কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস, রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি

মৌলিক সুর: জ্যাকি (মিকা লেভি), লা লা ল্যান্ড (জাস্টিন হারউইৎজ), লায়ন (জাস্টিন ও’হ্যালোরেন এবং হাউশকা), মুনলাইট (নিকোলাস ব্রিটেল), প্যাসেঞ্জার্স (টমাস নিউম্যান)
মৌলিক গান: অডিশন— দ্য ফুলস হু ড্রিম (লা লা ল্যান্ড), ক্যান্ট স্টপ দ্য ফিলিং (ট্রলস), সিটি অব স্টারস (লা লা ল্যান্ড), দ্য এম্পটি চেয়ার (জেম দ্য জেমস পোলি স্টোরি), হাউ ফার আই’ল গো (মোয়ানা)

সম্পাদনা: অ্যারাইভাল, লা লা ল্যান্ড, মুনলাইট, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার
শিল্প নির্দেশনা: অ্যারাইভাল, ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম, হেইল সিজার!, লা লা ল্যান্ড, প্যাসেঞ্জার্স

শব্দ সম্পাদনা: অ্যারাইভাল, ডিপওয়াটার হরাইজন, হ্যাকসো রিজ, লা লা ল্যান্ড, সালি
শব্দমিশ্রণ: অ্যারাইভাল, হ্যাকসো রিজ, লা লা ল্যান্ড, রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি, থার্টিন আওয়ার্স: দ্য সিক্রেট সোলজার্স অব বেঙ্গাজি

পোশাক পরিকল্পনা: অ্যালাইড, ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম, ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স, জ্যাকি, লা লা ল্যান্ড
রূপ ও চুলসজ্জা: অ্যা ম্যান কল্ড উবা, স্টার ট্রেক বিয়ন্ড, সুইসাইড স্কোয়াড

বাংলাদেশ সময় : ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।