ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেলস্টেশনে শাহরুখকে দেখতে গিয়ে একজনের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
রেলস্টেশনে শাহরুখকে দেখতে গিয়ে একজনের মৃত্যু অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস ট্রেনে শাহরুখ খান

‘রায়ীস’ ছবির প্রচারণার জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিল্লির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছেছেন সুপারস্টার শাহরুখ খান। নির্ধারিত সময়ে দশ মিনিট পর সকাল পৌনে ১১টায় ট্রেনটি গন্তব্যে পৌঁছায়।

সারাপথ হাসি-আনন্দে কাটানো শাহরুখ দিল্লিতে নেমেই সংবাদ সংস্থা এএনআই’কে দিলেন দুঃসংবাদ। ভাদোদারা স্টেশনে ৫১ বছর বয়সী এই অভিনেতাকে একনজর দেখার চেষ্টায় তৈরি হওয়া জনস্রোত নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করলে অজ্ঞাত একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এ ঘটনা প্রসঙ্গে বলিউড বাদশা শাহরুখ বলেন, ‘অত্যন্ত বেদনাদায়ক খবর হলো একজন মারা গেছে। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ছিলো, কিন্তু দুঃখজনক হলো তবু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ’

অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস ট্রেনে চড়ে দিল্লি গেছেন শাহরুখ। তিনি আসবেন জেনে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায় নিজামুদ্দিন স্টেশনে। মুম্বাই থেকে দিল্লিতে যাত্রাপথে তার সঙ্গী হন ‘রায়ীস’-এর আইটেম গানের তারকা সানি লিওন, পরিচালক রাহুল ধোলাকিয়া ও প্রযোজক রিতেশ সিধওয়ানি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ে। সেখানে তাদের বিদায় জানাতে ব্যাপক ভিড় জমেছিলো।

চলতি পথে ভাপি, ভালসাদ, ভাদোদারা, সুরত, কোটা, সাওয়াই মাধোপুর ও মাথুরায় থেমে ‘রায়ীস’ ছবির প্রচারণা চালিয়েছেন শাহরুখ ও তার সঙ্গীরা। বহু বছর পর এমন ট্রেন জার্নি শুরুর সময় শাহরুখ বলেন, ‘একই সঙ্গে নার্ভাস ও উচ্ছ্বসিত। ’

সোমবার রাতে ভাপি পৌঁছাতেই ভক্তদের ভিড় জমানোর ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেন শাহরুখ। ক্যাপশনে মনে করিয়ে দিয়েছেন ‘রায়ীস’-এর গান ‘উড়ি উড়ি যায়ে...’। আরেক টুইটে ‘দিল সে’ ছবির একটি গান উল্লেখ করে তিনি লিখেছেন, ‘উন্মাদনায় ভরপুর অভ্যর্থনা পেলাম ভাপিতে। এবার সুরত অভিমুখে ট্রেন চলছে। চল ছাইয়া ছাইয়া ছাইয়া... এবার সুরতে যাচ্ছি। ’

ভালসাদ পৌঁছানোর পর হাজার হাজার জনতার ছবি পোস্ট করে শাহরুখ টুইটে লেখেন, ‘ভালসাদে আমার জন্যই যেন সব আলো ও ভালোবাসা। ‘রায়ীস’ বাহিনীকে অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ’ এর প্রায় আধঘণ্টা পর তিনি টুইট করেছেন— ‘ধন্যবাদ গুজরাট। এতো সুন্দর! রায়ীস সুরতের অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ। ’

মঙ্গলবার ভোর ছয়টায় শাহরুখ টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ সব শিক্ষার্থীকে। কোটা স্টেশনে এসে হাজির ভারতের আগামী দিনের ভবিষ্যত, বিশেষ করে মেয়েরা। সবাইকে মন থেকে ভালোবাসি। সবার মঙ্গল কামনা করি। ’

নব্বই দশকে অভিনেতা হওয়ার স্বপ্নপূরণের জন্য নিজের জন্মভূমি দিল্লি থেকে ট্রেনে চড়ে মুম্বাই গিয়েছিলেন শাহরুখ। এরপর আর উড়োজাহাজ ছাড়া ট্রেনে এতো লম্বা পথ পাড়ি দেননি তিনি। বিভিন্ন ছবিতে তাকে ট্রেনের ভেতর দেখা গেলেও আদতে তাতে চড়েননি। মাঝে একবার শুধু তিন সন্তানকে নিয়ে চড়েছিলেন তিনি।

‘রায়ীস’ ছবিতে গুজরাটে বেআইনিভাবে মদ আমদানি-রপ্তানি করা অসাধু ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তার বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। এ ছাড়া পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। ছবিটি মুক্তি পাবে বুধবার (২৫ জানুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।