ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুভ জন্মদিন, নায়করাজ...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
শুভ জন্মদিন, নায়করাজ... রাজ্জাক-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মনের জোরে বয়েসী শরীরও বশ মেনে যায়, কথা শোনে। একটু নিয়ম মেনে চলা, পর্যাপ্ত ঘুম আর সুখস্মৃতি মন্থন-  বার্ধক্য ছুঁয়ে ফেলা মানুষের জীবনযাপন এমনই। নায়করাজ রাজ্জাক সুস্থ আছেন, পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন, ভক্তদের দোয়া-ভালোবাসায় আরেকটি নতুন বছর যুক্ত হলো তার জীবনে। নায়করাজ এখন ৭৬-এ।

ঘটা করে রাজ্জাকের জন্মদিন পালন করা হতো একসময়। নাম্বার ওয়ান নায়ক থাকার সময় তার বন্ধু-সহকর্মীরাই সব আয়োজন করতো।

সেইসব দিন গেছে। বাংলাদেশি চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই অভিনেতার এবারের জন্মদিন (২৩ জানুয়ারি) কাটবে গুলশানের বাসাতেই।

তিন ছেলে-ছেলের বউ, মেয়ে-মেয়ের জামাই, নাতি-নাতনি, সহধর্মিণী সবাইকে নিয়ে দিনটি কাটাবেন রাজ্জাক। এবার দেশের বাইরে থেকেও এসেছেন কয়েকজন আত্মীয়। তারাও শামিল হবেন এ আয়োজনে।

রাজ্জাকের জীবনে কোনো অপ্রাপ্তি নেই। শত ব্যস্ততার মাঝেও সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন বলে গর্ববোধ করেন তিনি। তিন ছেলের মধ্যে দু’জন (বাপ্পারাজ ও সম্রাট) অভিনয়-পরিচালনায় জনপ্রিয়তা পেয়েছেন, বাবার সুনাম রাখছেন তারা।

বাংলার প্রতিটি ঘরে রাজ্জাক আজও এক প্রিয়মুখ, প্রিয় নাম, প্রিয় নায়ক। অভিনেতা ও মানুষ হিসেবে যেন আর কিছু অর্জনের বাকি নেই তার! শুভ জন্মদিন, নায়করাজ...

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।