ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে সালমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ভালোবাসা দিবসে সালমা সালমা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন করে গানে ফেরার খবর জানিয়েছেন সালমা। এরই মধ্যে সংগীতে এক দশক পূর্তি অনুষ্ঠানও করেছেন। সব মিলিয়ে নতুন বছরটি ভালোভাবেই শুরু করতে যাচ্ছেন সালমা। ভক্তদের ভালোবাসা পুনরুদ্ধারে আসছে ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম।

‘মন মাঝি’, ‘দরদ’ ও ‘কে যে কখন’ শিরোনামের গানগুলো লোক ধাঁচের। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মন মাঝি’।

শিল্পী সালমা বলেন, ‘প্রায় এক বছর পর আমার নতুন অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি আমার ১১তম একক। ’

সালমার ‘মন মাঝি’ ইপি অ্যালবামের গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু ও রেজওয়ান শেষ। ‘মন মাঝি’ প্রকাশ করবে জিসান মাল্টিমিডিয়া।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।