ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক রণবীর কাপুর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক রণবীর কাপুর? রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

শুরুটা হয়েছিলো ২০০০ সালে, বিশ্বব্যাপী জনপ্রিয় গেম শো ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার?’ অবলম্বনে নতুন একটি অনুষ্ঠান ভারতে প্রথম প্রচার হয় ওই বছর। গেম শোটির ভারতীয় সংস্করণের নাম ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ‘কেবিসি’ নামে এটি জনপ্রিয়তা অর্জন করে।

এর মধ্য দিয়ে ভারতের টেলিভিশন শিল্পে আসে বৈপ্লবিক পরিবর্তন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আকর্ষণীয় ব্যাপার হলো, এর সঞ্চালক মহাতারকা অমিতাভ বচ্চনের সামনে হটসিটে বসার সুযোগ পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষরা জিতে নিতে পারেন এক কোটি রুপি।

‘কেবিসি’র আটটি মৌসুমের মধ্যে সাতটিই সঞ্চালনা করেছেন বিগ বি। মাঝে তৃতীয় মৌসুমে এ দায়িত্ব পেয়েছিলেন শাহরুখ খান। শুরু থেকে এটি স্টার প্লাসে প্রচার হলেও ২০১৪ সালে অষ্টম মৌসুম দেখা গেছে সনি টিভিতে।

রণবীর কাপুর, ছবি: সংগৃহীত। চমকপ্রদ খবর হলো, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আগামী মৌসুমের সঞ্চালক বদলে যাচ্ছে। এবার অমিতাভের পরিবর্তে হটসিটে বসতে যাচ্ছেন রণবীর কাপুর। বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রোববার (২১ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা ওয়েবসাইট। তবে আয়োজকরা এ বিষয়ে এখনও কোনো কিছু নিশ্চিত করেননি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।