ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের নায়িকা তমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
শাকিবের নায়িকা তমা শাকিব খান ও তমা মির্জা (ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও সংগ্রহ)

চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। শাকিব খান-অপু বিশ্বাস জুটি হিসেবে জনপ্রিয়তা পেলেও এ নায়কের বিপরীতে অভিনয় করা নায়িকার তালিকা বেশ দীর্ঘ। তমা মির্জা তেমনই একজন নায়িকা। শাকিব-তমার প্রথম ছবি ব্যবসাসফল হলেও তাদের আর একসঙ্গে পাওয়া যায়নি।

সোহানুর রহমান সোহান পরিচালিত ২০১২ সালে মুক্তি পায় ‘এক মন এক প্রাণ’। প্রায় ৫ বছর পর ফের জুটি বেঁধেছেন শাকিব খান ও তমা মির্জা।

এ ছবির নাম ‘অহংকার’। পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। তাদের সঙ্গে আছেন বুবলী শবনম।  

তমা বলেন, ‘শাকিব খানের সঙ্গে প্রথম ছবিটি ছিলো ত্রিভূজ প্রেমের। নতুন ছবির গল্প এগিয়েছে তিনটি চরিত্র ঘিরে। আগের ছবিটিতে সহশিল্পী ছিলেন অপু বিশ্বাস, এবার পেয়েছি বুবলীকে। তিনদিন ধরে আমরা ছবিটির শুটিং করছি এফডিসিতে। ’ 

তুষার কথাচিত্রের ব্যানারে ‘অহংকার’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নূতন, রেহেনা জলি, কমল পাটেকার প্রভৃতি। তমা ‘অ্যাডিকশন’, ‘গেম রিটানর্স’, ‘চল পালাই’ ছবির কাজ করছেন। অচিরেই মুক্তি পাবে তার ‘গ্রাস’।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।