ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার কুমারিকা মিস হলেন জেরিন মোসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
এবার কুমারিকা মিস হলেন জেরিন মোসান ছবির মাঝখানে কুমারিকা মিস ন্যাচারাল জেরিন

ঢাকা: ‘কুমারিকা মিস ন্যচারাল-২০১৬’ এর গ্র্যান্ড ফিনালে সর্বশেষ ১১  প্রতিযোগী থেকে শীর্ষ ৩ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ বছর মিস কুমারিকা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন মিস জেরিন মোসান, প্রথম রানারআপ কানিজ ফাতেমা সূর্য এবং দ্বিতীয় রানারআপ হন শিউলি আক্তার রোদেলা।

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল গার্ডেনিয়াতে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এবার স্পেশাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দ্যা মোস্ট বিউটি ফুল স্কিন নির্বাচিত হন আফরোজা ইসলাম টুম্পা, দ্যা মোস্ট বিউটি হেয়ার সাদিয়া ইকবাল নাবিলা এবং দ্যা কারেজিয়াস বিউটি নির্বাচিত হন নুসরাত জাহান নিঝুম (এসিড ভিকটিম)।

২০১৩ সাল থেকে প্রতি বছর ‘কুমারিকা মিস ন্যাচারাল’ নামে অনলাইনভিত্তিক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে আসছে কুমারিকা।

অনুষ্ঠানে শীর্ষ ১১ প্রতিযোগী নাচ, অভিনয় ইত্যাদি বিভিন্ন একটিভিটির মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন।  

এছারাও অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য বৃক্ষবন্দনা উপস্থাপন করা হয়। সঙ্গীত শিল্পী সভ্যতা অনুষ্ঠানে গান পরিবেশনা করেন।

সেরা প্রতিযোগীরা বিচারকমণ্ডলীর মুখোমুখি হন। সেখানে তাদের আত্মবিশ্বাস, ন্যাচারাল লুক, প্রকৃতিপ্রেম, উপস্থিতবুদ্ধি ইত্যাদির বিচারে নির্বাচিত হন।

এবারও বিজয়ী পাচ্ছেন আসন্ন ভালোবাসা দিবসে কুমারিকা নিবেদিত বিশেষ টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ।

তিনমাস ব্যাপী চলমান এ প্রতিযোগীতার চূড়ান্ত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান রহিমা সুলতানা রিতা, অভিনেতা তাহসান খান, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নাট্যপরিচালক মাব্রুর রশিদ বান্নাহ।

ফ্যাশন ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল প্রতিযোগীদের গ্রুমিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেন।

অ্যায়াক্টিভেশন পরিচালনা করে বিজ্ঞাপনী সংস্থা মিস্টিক মাউন্ডস। ডিজিটাল এবং মেক ওভার পার্টনার হিসেবে কাজ করে সফটউইন্ডটেক ও হারমনি স্পা।

অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের ক্যাটাগরি বিজনেস ম্যানেজার নুসরাত জাহান।  

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।