ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক বিজ্ঞাপনচিত্রে তারা চারজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
এক বিজ্ঞাপনচিত্রে তারা চারজন (বাঁ থেকে) দিলারা জামান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি; ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি ও দিলারা জামান- তারা সবাই টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে একফ্রেমে কখনও দেখা যায়নি তাদেরকে।

প্রাণ ইলেক্ট্রনিক্সের ভিশন ফ্যানের বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় এই চার অভিনয়শিল্পী। রোববার (৮ জানুয়ারি) এর চিত্রায়ন শুরু হয়েছে ঢাকার তেজগাঁওস্থ কোক স্টুডিওতে।

এদিন বিকেলে শুটিং স্পটে গিয়ে দেখা গেলো, বিজ্ঞাপনটির জন্য বিশাল সেট সাজানো হয়েছে। পারিবারিক গল্পের আবহে এতে থাকছে একটি বক্তব্য। কাজ চলবে আরও একদিন।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন রনি ভৌমিক। তিনি বাংলানিউজকে বললেন, ‘বিজ্ঞাপনচিত্রে এতো তারকাকে একসঙ্গে দেখা যায় খুব কম। এদিক দিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হবে আশা করা যায়। ’

দিলারা জামান, চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মনপুরা’ ছবিতে। মিলি বাংলানিউজকে বলেছেন, ‘আমি এমনিতে বিজ্ঞাপনে মডেল হই কম। গল্প আর সহশিল্পীদের কথা ভেবে কাজটি করতে রাজি হয়েছি। তাছাড়া নির্মাতা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। আশা করি, কাজটি উপভোগ্য হবে। ’

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।