ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার কাছে আসার ‘অফলাইন গল্প’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
এবার কাছে আসার ‘অফলাইন গল্প’ ’ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’র প্রমোশনাল ছবি

কপোত-কপোতীদের বেশিরভাগেরই এখন যোগাযোগ হয় অনলাইনে। তবে খুচরো কাজের খোঁজখবর আর অনুভূতির নিয়মিত আদান-প্রদানের ফাঁকেও কি যেন একটা শুন্যতা কাজ করে। অনলাইনের গন্ডি পেরিয়ে অফলাইনে কাছে এসে প্রিয় মানুষের হাতের স্পর্শ কিংবা কাঁধে মাথা রাখার দু’দন্ড সুখটুকু ছুঁয়ে দিতে পারবে তারা?

সাধারণ মানুষের এমন কিছু ভালোবাসার গল্পগুলো জানাতে ‘ক্লোজআপ’ আয়োজন করেছে ‘কাছে আসার অফলাইন গল্প’। ‘কাছে আসার গল্প’ ও ‘কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতার ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে ঘিরে সাজানো হচ্ছে এটি।

 

‘কাছে আসার অফলাইন’ গল্পটি আগামী ২০ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। অথবা গল্পটি আপলোড করতে হবে www.closeupbd.com ওয়েবসাইটে। এ ছাড়া গল্পটি ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়। নির্বাচিত সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে ভালোবাসা দিবসের পৃথক তিনটি নাটক। এগুলো পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতারা।  

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।