ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন ছবির গানে নিরব ও তমা মির্জা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
নতুন ছবির গানে নিরব ও তমা মির্জা ‘ভালোবেসে তোকে’ গানের ভিডিও

চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা তমা মির্জা জুটির নতুন ছবি ‘গেম রিটার্নস’-এর প্রথম গান বেরিয়েছে। এর শিরোনাম ‘ভালোবেসে তোকে’। গত ৩১ ডিসেম্বর ইউটিউবে উন্মুক্ত হয়েছে এটি।

গানটির সুর ও সংগীতায়োজনে করেছেন বেলাল খান। গেয়েছেনও তিনিই।

তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন উপমা। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি। মঙ্গলবার (৩ জানুয়ারি) নিরব বাংলানিউজকে বললেন, ‘এরই মধ্যে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। ’

‘গেম রিটার্নস’ হলো নিরব ও তমা জুটির চতুর্থ ছবি। নিরবের নায়িকা হিসেবেই ‘তোমার মাঝে আমি’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তমার। তাদের অন্য দুটি ছবি হলো ‘বলো না তুমি আমার’ এবং ‘নদীজন’।

‘গেম রিটার্নস’ ছবির দৃশ্যে তমা মির্জা ও নিরব।  রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ তৈরি হয়েছে আব্দুল্লাহ জহির বাবুর কাহিনী ও সংলাপে। এটি হলো ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গেম’-এর সিক্যুয়েল। অ্যাকশনধর্মী ছবিটি মুক্তি পাবে এ বছর।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।