ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শীতার্তদের সাহায্যার্থে হাতে হাত কনসার্টে তপু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
শীতার্তদের সাহায্যার্থে হাতে হাত কনসার্টে তপু তপু-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শীতার্তদের সাহায্যার্থে ‘হাতে হাত কনসার্ট’ শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তপু। এজন্য নিজের ব্যান্ড যাত্রীকে নিয়ে রাজশাহী যাচ্ছেন তিনি।

শীতার্তদের সাহায্যার্থে ‘হাতে হাত কনসার্ট’ শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তপু। এজন্য নিজের ব্যান্ড যাত্রীকে নিয়ে রাজশাহী যাচ্ছেন তিনি।

ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আগামী ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটায় শুরু হবে এ আয়োজন। এখানে তপু ছাড়াও গান গেয়ে শোনাবেন এহসান রাহী ও আরশী। থাকছে রাজশাহী কমেডি ক্লাবের পরিবেশনা।

‘বাড়িয়ে দাও তোমার হাত শীতার্তদের সাহায্যার্থে’ প্রতিপাদ্য দিয়ে কনসার্টটি আয়োজন করেছে জলফড়িং মিউজিক।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।