ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোট নবাবকে বাড়িতে নিয়ে এলেন সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ছোট নবাবকে বাড়িতে নিয়ে এলেন সাইফ-কারিনা সাইফ আলি খানের কোলে তৈমুর, পাশে কারিনা কাপুর খান

নতুন মা কারিনা কাপুর খান পুত্রসন্তান জন্ম দেওয়ার দুই দিন পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ও ৪৬ বছর বয়সী সাইফ আলি খান তাদের ছেলের তৈমুর আলি খানকে নিয়ে বাড়ি ফিরেছেন।

নতুন মা কারিনা কাপুর খান পুত্রসন্তান জন্ম দেওয়ার দুই দিন পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ও ৪৬ বছর বয়সী সাইফ আলি খান তাদের ছেলের তৈমুর আলি খানকে নিয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল থেকে এসে ঘরে ঢোকার আগে বারান্দায় দাঁড়িয়ে সাইফ ও কারিনা সানন্দে বাইরে অপেক্ষমান আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে অভিনন্দনে সাড়া দিয়েছেন। তারা দু’জনই ছিলেন সপ্রতিভ। এমনকি বিজয় চিহ্নও দেখান সাইফ। তৈমুর তখন ছিলো বাবার কোলে। ঢিলেঢালা ধূসর রঙের পোশাক পরে হাসপাতাল থেকে আসেন বেবো।

সাইফ আলি খানের কোলে তৈমুর, পাশে কারিনা কাপুর খান। এদিকে ক্ষুদে নবাব আসার আগেই তার জন্য ঘর সাজানোর যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। এখানে আছে একটি দামি পালঙ্ক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুত্রসন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন সাইফিনা। তৈমুরের কথা ভেবে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

সাইফ আলি খানের কোলে তৈমুর, পাশে কারিনা কাপুর খান। আগের দিন সন্ধ্যায় হাসপাতালে তৈমুরকে দেখতে যান কারিনার বাবা-মা রণধীর কাপুর ও ববিতা এবং চাচা ঋষি কাপুর। তার জন্মের দিনই গিয়েছিলেন সাইফের মা শর্মিলা ঠাকুর, বোন সোহা আলি খান ও সোহার স্বামী কুনাল খেমু। এ ছাড়া প্রতিদিন দেখা করেছেন বেবোর বান্ধবী অমৃতা অরোরা।

২০১২ সালে বিয়ের বন্ধনে জড়ান সাইফ ও কারিনা। তার আগে চার বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। ২০০৮ সালে ‘তাশান’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন দু’জনে।

আরও পড়ুন>>>
* সাইফ-কারিনার সঙ্গে ক্ষুদে নবাবের ছবি
* কারিনার ছেলের ছবি আসল নাকি নকল?
* সাইফ-কারিনার ছেলের নাম নিয়ে বিতর্ক
* সাইফ-কারিনার ঘরে এলো পুত্রসন্তান

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।