ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ঢাকায় ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি দৃশ্য: ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘স্টার ওয়ারস’-এর নতুন ছবি ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ ডিসেম্বর)। একই দিনে এটি মুক্তি পেয়েছে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘স্টার ওয়ারস’-এর নতুন ছবি ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ ডিসেম্বর)। একই দিনে এটি মুক্তি পেয়েছে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।

‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’ ছবির পোস্টার। গত বছর মুক্তি পায় জে জে আব্রামস পরিচালিত ‘স্টার ওয়ার্স : ফোর্স অ্যাওয়েকেনস’। উত্তর আমেরিকার বক্স অফিসে ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড এখন এর দখলে। এরই ধারাবাহিকতায় এ বছর মুক্তি পেলো ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’। এটি পরিচালনা করেছেন ‘গডজিলা’র গ্যারেথ এডওয়ার্ডস।

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেলিসিটি জোন্স। এতে তার চরিত্র জিন এরসো এক দুধর্ষ নারী। এ চরিত্রের জন্য তাকে মার্শাল আর্ট শিখতে হয়েছে। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এর আগে কোনো ছবির বেলায় এতো পরিশ্রমসাধ্য প্রস্তুতি নেইনি। এ ছবির জন্য আমাকে ব্যাপক প্রশিক্ষণ নিতে ও কুংফু শিখতে হয়েছে। ’

এদিকে ছবিটির সব চরিত্রের পুতুল সংস্করণ বাজারে এনেছে ডিজনি। তবে ব্যতিক্রম ডার্থ ভাদের। ১৯৮৩ সালে ‘স্টার ওয়ার্স: রিটার্ন অব জেডি’তে শেষবার এই চরিত্রকে দেখা গেছে। প্রায় তিন দশক পর ফিরেছে সে। তাই এ চরিত্রের পুতুল প্রকাশ করা হয়নি।

নতুন ছবির প্রচারণাকে আকর্ষণীয় করতে চালু হয় ‘গো রগ’ নামে প্রতিযোগিতা। এতে অংশ নিতে ভক্তরা ‘স্টার ওয়ার্স’-এর বিভিন্ন চরিত্রের পুতুল নিয়ে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য ছবি। এখান থেকে সেরা ছবি দেখানো হয় সানফ্রান্সিসকোতে লুকাস ফিল্ম স্টুডিওর বড় পর্দায়। এ প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ে আট লাখ ৩৮ হাজার স্বল্পদৈর্ঘ্য ছবি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।