ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পোড়ামাটি’ নিয়ে আগরতলায় পদাতিক-বাংলাদেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
‘পোড়ামাটি’ নিয়ে আগরতলায় পদাতিক-বাংলাদেশ দৃশ্য: ‘পোড়ামাটি’

বিজয় উৎসব উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পোড়ামাটি’ নিয়ে ভারতের আগরতলায় গেলো পদাতিক-বাংলাদেশ।

বিজয় উৎসব উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পোড়ামাটি’ নিয়ে ভারতের আগরতলায় গেলো পদাতিক-বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহানগর প্রভাতী যোগে ঢাকা ছেড়েছে ১৫ সদস্যের একটি দল।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় রবীন্দ্র ভবন কমপ্লেক্সে নাটকটির মঞ্চায়ন হবে। ‘পোড়ামাটি’ হলো পদাতিক-বাংলাদেশের ৩১তম প্রযোজনা। বন্দিশিবিরে বুদ্ধিজীবী হত্যা ও নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছে এতে। লিখেছেন বাবুল বিশ্বাস, নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল আহমেদ, কামরুজ্জামান পাভেল, আল আমিন, ফারুক ফয়সাল ডিউক, কামাল হোসেন ও মাহমুদা আক্তার লিটা (অতিথি শিল্পী)। শিল্প নির্দেশনা দিয়েছেন সেলিম শামসুল হুদা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।