ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

বিনোদন

গল্প হলেও সত্যি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
গল্প হলেও সত্যি ‘গল্প হলেও সত্যি’র দৃশ্যে উর্মিলা শ্রাবন্তী কর ও সজল

কঠিন দারিদ্রতায় বেড়ে ওঠা মফস্বলের মেধাবী যুবক তুর্য ঢাকায় এসেছে। উদ্দেশ্য দেহের একটি অঙ্গ বিক্রি করে অসুস্থ মায়ের চিকিৎসার অর্থ সংগ্রহ করা। নিজের এ সীমাবদ্ধতার কারণে সে মনের মানুষ লুবনার সঙ্গে জীবনের বাকি অংশ কাটাতে চায় না।

কঠিন দারিদ্রতায় বেড়ে ওঠা মফস্বলের মেধাবী যুবক তুর্য ঢাকায় এসেছে। উদ্দেশ্য দেহের একটি অঙ্গ বিক্রি করে অসুস্থ মায়ের চিকিৎসার অর্থ সংগ্রহ করা।

নিজের এ সীমাবদ্ধতার কারণে সে মনের মানুষ লুবনার সঙ্গে জীবনের বাকি অংশ কাটাতে চায় না।

এদিকে শহরের উচ্চবিত্ত পরিবারের একমাত্র কন্যা ফারিহার সঙ্গে তুর্যর সম্পর্ক গড়ে ওঠে। ফারিহা যখন জানতে পারে তূর্য তার মৃত্যুপথযাত্রী মায়ের চিকিৎসার্থে ঢাকায় এসেছে তখন সে সিদ্ধান্তহীনতা, অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে পড়ে যায়। জীবনের এ কঠিন বাস্তবতায় চরম হতাশার মুহূর্তে ফারিহা আবিস্কার করে তার প্রকৃত ভালোবাসার মানুষ তন্ময়কে।

‘গল্প হলেও সত্যি’ নাটকের কাহিনি এমনই। এতে অভিনয় করেছেন সজল, উর্মিলা শ্রাবন্তী কর, নিরব, নোভা ও দিলারা জামান।

নাটকটি লিখেছেন এডরিয়ান অভি, পরিচালনায় এহসান এলাহী বাপ্পী। শুক্রবার (১১ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।