ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার সামনে ক্যাটরিনাকে ‘কাপুর’ বললেন ক্রিস মার্টিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
প্রিয়াঙ্কার সামনে ক্যাটরিনাকে ‘কাপুর’ বললেন ক্রিস মার্টিন! ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া ও ক্রিস মার্টিন

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ‘ক্যাটরিনা কাইফ কাপুর’ নামে সম্বোধন করলেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন। চলতি বছরের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের ঘোষণা অনুষ্ঠানে তিনি এই ভুল করে বসেন! 

জাতিসংঘের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে উৎসবটি হয়ে থাকে।

ক্রিস মার্টিন এ আয়োজনের সৃজনশীল নির্দেশক। এ বছর ভারত থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের নাম বলার সময় ক্যাটরিনার পুরো নামের সঙ্গে ‘কাপুর’ও জুড়ে দেন ৩৯ বছর বয়সী এই ইংরেজ গায়ক।  

নিউইয়র্কে অনুষ্ঠিত এ আয়োজনের মঞ্চে তখন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন। ঘোষণার শুরুতে ‘হাইম ফর দ্য উইকেন্ড’ তারকা ক্রিস মার্টিন বলেন, ‘আগামী ১৯ নভেম্বর ভারতের মুম্বাইয়ে উৎসবটি করবো। ’ এরপর তার মুখে ‘ক্যাটরিনা কাইফ কাপুর’ শুনে প্রিয়াঙ্কা অভিব্যক্তিতে ফুটে ওঠে, ‘এই সেরেছে রে!’ রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের সম্পর্ক ছিলো, এ কারণেই হয়তো তার নামের সঙ্গে ‘কাপুর’ যুক্ত হয়ে যেতে পারে।

তারকাদের নাম উল্লেখ করে ক্রিস বলেন, ‘এবারের উৎসবে  জে-জি এবং অনেকে থাকছেন। তারা হলেন- আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ কাপুর, এআর রহমান, ফারহান আখতার। ’ তখনই প্রিয়াঙ্কার মুখ থেকে বেরিয়ে আসে, ‘হায়!’ তখন ক্রিস জানতে চান কারও নামের উচ্চারণ ভুল করেছেন কি-না। উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘অনেকটা। ’

* গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের ঘোষণা অনুষ্ঠানে​ ক্রিস মার্টিন ও প্রিয়াঙ্কা চোপড়ার ভিডিও : 

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।