ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

বিনোদন

ঈদের পর পূজার কাজে উর্মিলা-জোভান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ঈদের পর পূজার কাজে উর্মিলা-জোভান ‘তিথির অতিথি’ টেলিছবিতে উর্মিলা শ্রাবন্তী কর ও ফারহান আহমেদ জোভান

হিন্দু বনেদি পরিবারের মেয়ে তিথি। বাবা-মা মারা যাওয়ার পর থেকে একমাত্র মামা তার অভিভাবক।

মামারও অগাধ সম্পত্তি। কিন্তু বাবা-মা মরা মেয়েটির সম্পত্তির প্রতি মামার লোভ আছে। এজন্য তিথির মামা ও তার ম্যানেজার মিলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ভাড়া করা খুনিদের বাড়িতে অতিথি সাজিয়ে আনা হয়। একসময় তাদের মধ্যকার একটি ছেলের সঙ্গেই প্রেমে জড়িয়ে পরে তিথি।  

রোমাঞ্চকর প্রেমের গল্পটি ‘তিথির অতিথি’ টেলিছবির। এতে তিথি চরিত্রে  ছোটপর্দার এ সময়ের অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবং ভাড়াটে খুনির ভূমিকায় অভিনয় করেছেন হালের তারকা ফারহান আহমেদ জোভান। এবারই প্রথম তারা জুটি বেঁধে কাজ করলেন।  

‘তিথির অতিথি’ প্রসঙ্গে উর্মিলা বাংলানিউজকে বললেন, ‘ঈদের পর দুর্গাপূজার টেলিছবিটি দিয়ে আবার কাজে ফিরলাম। গল্পটি রহস্যে ঘেরা। এতে দুর্গার সাজেও দেখা যাবে আমাকে। দুষ্টু শক্তির বিনাশ হয় শুভশক্তির কাছে, এটাই মূল বক্তব্য। ’

টেলিছবিটিতে তিথির মামার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। তাকে দেখা যাবে খলচরিত্রে। এ ছাড়া তার ম্যানেজার হিসেবে আছেন সুজাত শিমুল।  

সম্প্রতি পুরান ঢাকার একটি বাড়িতে টেলিছবিটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়। রচনা ও পরিচালনায় সুমন ধর। এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দশমীর দিন একটি চ্যানেলে প্রচার হবে ‘তিথির অতিথি’।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।