ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

বিনোদন

এবার ২১ দিনের জন্য ঢাকায় ওম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এবার ২১ দিনের জন্য ঢাকায় ওম ওম, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্যারিয়ার শুরুর পর থেকেই ঢাকার সঙ্গে যোগাযোগ তৈরি হয় কলকাতার নায়ক ওমের। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে।

আবারও শুটিংয়ের কাজে এসেছেন তিনি। এবার থাকবেন ২১ দিন।

‘দেশা-দ্য লিডার’-এর পর ‘পাষাণ’ নামে নতুন ছবি পরিচালনা করছেন সৈকত নাসির। নায়িকা চূড়ান্ত না হলেও নায়ক (ওম), খলনায়ক (মিশা সওদাগর) আর পার্শ্ব অভিনেত্রীকে (বিপাশা কবির) নিয়ে শুরু হয়েছে চিত্রায়ন। মঙ্গলবার (২৩ আগস্ট) দ্বিতীয় ধাপের কাজ শুরু হলো। গাজীপুরের ভবানীপুরে মিশা, বিপাশা আর ওম ‘পাষাণ’-এর শুটিংয়ে ব্যস্ত।  

বাংলানিউজের সঙ্গে আলাপে পরিচালক জানান, ছবিটির শুটিংয়ের জন্য নায়ক ওম ২১ দিনের জন্য বাংলাদেশে এসেছেন। কয়েকদিনের মধ্যে নায়িকা চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে পরীমনির নাম অনেকের মুখে উচ্চারিত হলেও সৈকত স্পষ্ট করে কিছু বলেননি। জানালেন অচিরেই এটি চূড়ান্ত হবে। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

‘দেশা-দ্য লিডার’-এর পর যৌথ প্রযোজনায় ‘হিরো ৪২০’ যৌথভাবে পরিচালনা করেন সৈকত নাসির। ছবিটি করতে গিয়ে ‘বিচিত্র অভিজ্ঞতা’ হওয়ায় ‘পাষাণ’কেই ক্যারিয়ারের দ্বিতীয় ছবি মনে করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কাহিনিকার।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।