ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

বিনোদন

প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে হৃতিকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৬
প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে হৃতিকের সুজান খান ও হৃতিক রোশান

হুট করেই বিচ্ছেদের মধ্য দিয়ে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন হৃতিক রোশান ও সুজান খান। শোনা যাচ্ছে, এ জুটির দুরত্বের বরফ গলতে শুরু করেছে।

 প্রায় সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। বিশেষ করে তাদের সন্তানদের জন্মদিনের পার্টিতে।  এ ছাড়া একে অন্যের বিভিন্ন ব্যাপারে পাশে দাঁড়াতেও দেখা গেছে তাদের। কঙ্গনার সঙ্গে হৃতিকের বিবাদের সময় এ অভিনেতার পক্ষেই কথা বলেছিলেন প্রাক্তন সুজান।

কিছুদিন আগে এ দম্পতির ছোট ছেলের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ছিলেন তারা। তখন গুঞ্জন উঠেছিলো আবারও এক হচ্ছেন হৃতিক-সুজান। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার অনু দেওয়ান আয়োজিত একটি পার্টিতে আবারও একসঙ্গে দেখা গেলো তাদের। সেখানে আরও উপস্থিত ছিলেন, ভারতের ক্রিকেটার জহির খান, সুজানের কাজিন অভিনেতা ফারদিন খান। তবে পার্টিতে তারা একসঙ্গে কোনো ছবি তুলেননি। এর মধ্য দিয়ে হৃতিক-সুজানের মধ্যে দুরত্ব কমে আসার ঈঙ্গিত খোঁজা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ২০, ২০১৬
বিএসকে/ এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।