ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

বিনোদন

জাতীয় পুরস্কার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার কালকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মে ৭, ২০১৬
জাতীয় পুরস্কার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার কালকি কালকি কোচলিন

ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্যে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পান তিনি।

 

গত ৩ মে দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কার নেন কালকি। কিন্তু তার এই আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। মিলনায়তন থেকে বেরোতেই শ্লীলতাহানির শিকার হন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।  

জানা গেছে, মিলনায়তন থেকে বেরিয়ে নিরাপত্তা কর্মীদের পাহারায় নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন কালকি। এ সময় হঠাৎ তার জন্যে বরাদ্দ নিরাপত্তা কর্মী অমিতাভ বচ্চন ও কঙ্গনা রনৌতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণে কালকিকে বাইরের মানুষ ঘিরে ধরে। তখনই তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি।  

এ ঘটনায় বেজায় চটেছেন কালকি। প্রথমে তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা ভাবলেও পরে অভিযোগ করেন আয়োজকদের কাছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মে ০৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।