ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

বিনোদন

করণকে বিয়ে করলেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ১, ২০১৬
করণকে বিয়ে করলেন বিপাশা বসু

বলিউড অভিনেত্রী বিপাশা বসু বিয়ে করলেন। নিজের অভিনীত ‘অ্যালোন’ ছবির সহশিল্পী করণ সিং গ্রোভারের সঙ্গে শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়েছেন তিনি।

 

মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত সেন্ট রেজিস হোটেলের অষ্টম তলায় পালাজিও ব্যাংকুয়েটে সন্ধ্যা ৭টায় সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এখানে শুধু দুই পরিবার, তাদের স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন।  

বাঙালি কনের সাজে বিপাশাকে দারুণ লেগেছে। তিনি পরেছিলেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা উজ্জ্বল লাল লেহেঙ্গা চোলি। কারণ তার প্রিয় রঙ লাল। সঙ্গে ছিলো সোনার গহনা। বাঙালি রীতি অনুযায়ী মাথায় মুকুট আর হাতে পান পাতা নিয়ে ভেন্যুতে হাজির হন ৩৭ বছর বয়সী এই বাঙালি সুন্দরী। হেঁটে মঞ্চে যাওয়ার সময় গানের তালে একটু নেচেছেনও তিনি। পরিবারের সদস্যরা সাদা ফুল দিয়ে সাজানো সামিয়ানা ধরে রাখেন তার মাথার ওপর।  

অন্যদিকে দুই চাকার বাহন সেগওয়ে চালিয়ে আসেন করণ। সঙ্গে ছিলো ঢোলওয়ালা। ৩৪ বছর বয়সী এই অভিনেতা পরেছিলেন সাদা ধুতি।  মাথায় দিয়েছেন টোপর। এগুলো ডিজাইন করেছেন শ্যামলী অরোরা।  তাদের শুভদৃষ্টির সময় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশার বোন বিজেতা বসু। টুইটারে করণ ও বিপাশার সম্মিলিত অ্যাকাউন্ট খোলা হয়েছে কাশা নামে।

ঘনিষ্ঠ এক বন্ধু জানান, বিপাশা যেভাবে চেয়েছিলেন বিয়ের আয়োজন সেভাবে সম্পন্ন হয়েছে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিলো বাঙালি রীতিতে বিয়ে করা। করণ পাঞ্জাবি হলেও প্রেমিকার ইচ্ছা অনুযায়ী বাঙালি বরের মতো ধুতি পরেছেন।  

ভিন্ন সংস্কৃতির দু’জন মানুষের এই বিয়ে নিয়ে তাদের পরিবারও উচ্ছ্বসিত। বিপাশার মা মমতা বসু বলেছেন, ‘আমার মেয়ের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। ও মনের মতো মানুষ খুঁজে পেয়েছে বলে আমরা খুশি। নতুন পথচলার জন্য আমাদের আশীর্বাদ সবসময় থাকবে ওর প্রতি। ’ 

বিয়ে পরবর্তী পার্টি শুরু হয় রাত ১০টায়। ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এখানে গভীর রাত অবধি আনন্দ-ফূর্তি করেছেন নবদম্পতি। শিগগিরই তারা মধুচন্দ্রিমা উদযাপনের জন্য পছন্দের জায়গায় যাবেন বলে এক বন্ধু জানিয়েছেন।

শনিবার সকালে বিয়ের ভেন্যুতে ছিলো গায়ে হলুদ। ভেন্যু সাজানো হয় বিপাশা ও করণের সম্প্রতি তোলা স্থিরচিত্র আর ফুল দিয়ে। গত ২৮ এপ্রিল রাতে মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে ছিলো সংগীতানুষ্ঠান। এখানে দুই পরিবার ও তাদের স্বজনরা হৈহুল্লোড়ে মেতেছিলেন। পরদিন ভিলা সিক্সটি নাইন লাউঞ্জে হয়েছে মেহেদি অনুষ্ঠান। এখানে এসেছিলেন বলিউড অভিনেতা শিল্পা শেঠি, শমিতা শেঠি, আনুশা দান্দেকার।  

গত বছর ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করতে গিয়ে বিপাশা ও করণের সখ্য গড়ে ওঠে। সেই সূত্রে প্রেম। এর সফল পরিণতি হলো বিয়ের মধ্য দিয়ে। এটি বিপাশার প্রথম হলেও করণের তৃতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগামের সঙ্গে ২০০৮ থেকে ২০০৯ আর ‘স্বরস্বতীচন্দ্র’ সিরিয়ালের অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে ২০১২ থেকে চলতি বছর পর্যন্ত সংসার করেছেন তিনি।

বাংলাদেশ সময় : ১২২৩ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।