ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

বিনোদন

শহিদের ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
শহিদের ঘরে আসছে নতুন অতিথি শহিদ কাপুর

গুঞ্জনই সত্যি হলো। নিজের ঘরে নতুন অতিথি আসছে বলে নিশ্চিত করেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর।

এ জন্য স্ত্রী মীর‍া রাজপুতকে নিয়ে তিনি দারুণ খুশি।

শনিবার (১৬ এপ্রিল) রাতে আন্ধেরির একটি মাল্টিপ্লেক্সে শহিদের নতুন ছবি ‘উড়তা পাঞ্জাব’-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এখানে তাকে চারদিকে উড়ে বেড়ানো গুজব প্রসঙ্গে প্রশ্ন করা হলে ৩৫ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি বাবা হতে যাচ্ছি। ’

গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিলো শহিদের স্ত্রী মীরা সন্তানসম্ভবা। ডিজাইনার মাসাবা গুপ্তার ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর থেকেই তার শারীরিক গড়ন দেখে এই গুঞ্জন ছড়ায়। গত বছরের জুলাইয়ে বিয়ে করেন শহিদ-মীরা।    

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।