ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

আদুরে অাঁচলের অগ্নিরূপ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আদুরে অাঁচলের অগ্নিরূপ! ‘দাগ’ ছবির দৃশ্যে আঁচল

প্রথম ছবি (ভুল) থেকেই আঁচল রোমান্টিক গল্পে কাজ করেছেন। ১৫টির মধ্যে অধিকাংশ ছবিতে তিনি আদুরে তরুণীর ভূমিকায় হাজির হয়েছেন পর্দায়।

অবশ্য একটিকে আলাদা করা যাবে। এর নাম ‘আড়াল’। মুক্তি প্রতীক্ষিত ছবিটিতে মারকুটে ভূমিকায় থাকছেন তিনি। ‘দাগ’ নামের আরেকটি ছবিতেও তুমুল অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে অাঁচল বাংলানিউজকে বলেন, “প্রায় প্রতিটি ছবিতেই মারামারির দৃশ্যে অংশ নিতে হয়। এদিক দিয়ে ‘আড়াল’ এগিয়ে। এরপর বলা যায় ‘দাগ’-এর কথা। ”

আঁচল আরও জানান, কয়েকদিন ধরে সিলেটের চা বাগানে ‘দাগ’ ছবির দৃশ্যধারণে অংশ নিচ্ছেন তিনি। এখানেই বৃহস্পতিবার (৩ মার্চ) মারামারির দৃশ্যধারণ হয়। দুই হাতে দুই বন্দুক নিয়ে শত্রুপক্ষকে পরাস্ত করেন তিনি। গল্পে জিম্মি হওয়া মা-বাবাকে উদ্ধার করতেই অগ্নিকন্যা হয়ে ওঠেন আঁচল।

‘দাগ’ পরিচালনা করছেন তারেক শিকদার। আঁচলের পাশাপাশি ছবিটিতে আরও আছেন বাপ্পি আর বিদ্যা সিনহা সাহা মিম।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।