ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন ঊর্মিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
বিয়ে করলেন ঊর্মিলা ঊর্মিলা মাতন্ডকার

অনেক প্রেম আর ছাড়াছাড়ির পর অবশেষে থিতু হলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার। মডেল ও ব্যবসায়ী মীর মোহসিন আখতারকে বিয়ে করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।



বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে ঘরোয়া পরিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখানে শুধু দুই পরিবার, তাদের আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা ছিলেন। খবর বোম্বে টাইমসের। পত্রিকাটিকে ঊর্মিলা জানান, দুই পরিবারের সম্মতিতে স্বল্প পরিসরে সব আয়োজন করা হয়। জীবনের নতুন অধ্যায়ে সবার আশীর্বাদও চেয়েছেন তিনি।  

‘রঙিলা’, ‘সত্য’, ‘এক হাসিনা থি’, ‘ভূত’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন ঊর্মিলা। রামগোপাল ভার্মার পরিচালনায় কাজ করেই বেশি সাফল্য পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।