ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

সাগরপাড়ে প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ অধ্যায় শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
সাগরপাড়ে প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ অধ্যায় শুরু প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডের ছবিতে যাত্রা শুরু করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রের মায়ামি সমুদ্র সৈকতে এর দৃশ্যধারণ চলছে।

ইনস্টাগ্রামে ‘বেওয়াচ’-এর দৃশ্যধারণের ফাঁকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।

এতে দেখা যাচ্ছে- সাদা পোশাকে হাতে ফোন ও ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়াঙ্কা। অন্য একটি ছবিতে আছে বালতি, জুতা, ব্যাগ ও উপহারসামগ্রী। সবটাতেই ‘বেওয়াচ’ শব্দটি লেখা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সমুদ্র সৈকতের জন্য প্রয়োজনীয় সবকিছু আছে এখানে। প্রথম দিনের শুটিং করছি। দারুণ লাগছে। এখানকার প্রত্যেকে খুব ভালো। ’

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন আয়োজিত অস্কার পার্টি শেষে গত ২৯ ফেব্রুয়ারি মায়ামির উদ্দেশ্যে রওনা দেন প্রিয়াঙ্কা। ছবিটির গল্প সাগরপাড়ের একদল দক্ষ লাইফগার্ডকে ঘিরে। প্রিয় সমুদ্র সৈকতকে বাঁচাতে তাদেরকে যোগ দিতে হয় এক প্রাক্তন তরুণ অলিম্পিয়ানের সঙ্গে। কিন্তু তাদের বিরোধী হয়ে ওঠে ভিক্টোরিয়ান ডিডস। এই বিপজ্জনক ভিলেনের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এতে আরও আছেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন। এটি মুক্তি পাবে ২০১৭ সালে ১৯ মে।

গত বছর এবিসি নেটওয়ার্কের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন প্রিয়াঙ্কা। গত ২৮ ফেব্রুয়ারি ৮৮তম অস্কার অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। এবার রূপালি পর্দায় আসার পালা।

এদিকে আগামী ৬ মার্চ থেকে এবিসি নেটওয়ার্কে শুরু হচ্ছে ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুম। এবারও এফবিআই প্রতিনিধি অ্যালেক্স পারিশ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। গত ২৮ ফেব্রুয়ারি উন্মুক্ত হয়েছে এর প্রোমো।

* ‘কোয়ান্টিাকো’র প্রোমো :
 

* হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে প্রিয়াঙ্কা
* হলিউডের বিপজ্জনক ভিলেন প্রিয়াঙ্কা!

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।