ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

মামনুর রশীদের জন্মজয়ন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মামনুর রশীদের জন্মজয়ন্তী মামুনুর রশীদ

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি উদযাপন করা হবে জনপ্রিয় এই অভিনেতার ৬৮তম জন্মদিন।

এবার তার জন্মদিনটি বিশেষভাবে পালন করবে মামুনুর রশীদ জয়ন্তী উদযাপন পরিষদ। এই আয়োজনের শিরোনাম রাখা হয়েছে ‘সাম্য ও শিল্পের কারিগর মামুনুর রশীদ জন্মজয়ন্তী’।

আয়োজকরা জানান, চলতি মাসের শেষ দিন সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই আয়োজনে অংশ নেবেন শিল্প ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে আবৃত্তি ও গান।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাইকুড়া গ্রামে মামুনুর রশীদের জন্ম। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে বহুমাত্রিক চরিত্রে রূপদান করেছেন তিনি। আগামী পহেলা বৈশাখে মুক্তি পাবে তার নতুন ছবি ‘শঙ্খচিল’। এতে তাকে দেখা যাবে স্কুলের হেডমাস্টার চরিত্রে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।