ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

বিয়ের পর প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিয়ের পর প্রথম নাঈম ও নাদিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। অন্যদিকে অভিনয়ে সুখ্যাতি পেয়েছেন এফএস নাঈম।

১৪ জানুয়ারি প্রেমের সমাপ্তি হিসেবে তারা বিয়ে বন্ধনে জড়িয়েছেন। এই দুই শিল্পীর প্রেম ও বিয়ের ঘটনা ছিলো রীতিমতো ‘টক অব দ্য কান্ট্রি’।

নাদিয়া ও নাঈম বিয়ের ক’দিন ছাড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। একসঙ্গে ও আলাদাভাবে তারা অংশ নিচ্ছেন শুটিংয়ে। ভালোবাসা দিবসে প্রথমবারের মতো একসঙ্গে তারা হাজির হচ্ছেন কোনো টিভি অনুষ্ঠানে।

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এই উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি থাকছে বিশেষ টক শো ‘ভালোবাসার একাল সেকাল’। আল মনসুরের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারকা দম্পতি নাদিয়া ও নাঈম।   নাঈম জানান, এখানে তারা কথা বলেছেন প্রেম ও বিয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে।

এই দুই শিল্পীর পাশাপাশি অনুষ্ঠানে আরও আছেন হাসান ইমাম ও লায়লা হাসান, হাবিবুল বাসার সুমন ও শাওন দম্পতি। তিন প্রজন্মের তিন সেলিব্রেটি দম্পতিকে নিয়ে রম্য ধাঁচে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। শাওন রায় চৌধুরির প্রযোজনায় ওইদিন রাত সাড়ে ৯টায় একুশে টেলিভিশনে প্রচার হবে ‘ভালোবাসার একাল সেকাল’।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।