ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

হাসিনার জন্য আপাতত সময় নেই সোনাক্ষীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
হাসিনার জন্য আপাতত সময় নেই সোনাক্ষীর সোনাক্ষী সিনহা

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবন নিয়ে একটি ছবি পরিচালনা করতে যাচ্ছে অপূর্ব লাখিয়া। চলতি মাসেই এর দৃশ্যধারণ শুরুর কথা ছিলো।

কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর পর্যন্ত।

কারণ সোনাক্ষী সিনহার হাতে এখন ফাঁকা সময় নেই। ‘হাসিনা-দ্য কুইন অব মুম্বাই’ নামের ছবিটিতে তিনিই থাকছেন নাম ভূমিকায়। তবে এখন তিনি ব্যস্ত ‘ফোর্স টু’ (জন অ্যাব্রাহাম) ও এআর মুরুগাদসের ‘আকিরা’র কাজে।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অন্যান্য কাজগুলোর সঙ্গে হাসিনাকে নিয়ে নির্মাণাধীন ছবির দিনক্ষণ একই হয়ে পড়ায় সহসা এর কাজ শুরু করতে অনীহা দেখিয়েছেন সোনাক্ষী। তবে তিনি ভালো করেই জানেন, চিত্রনাট্যটি দারুণ আর এটি তার ক্যারিয়ারে অন্যতম সংযোজন হবে। তাই ছবিটি ছেড়ে না দিয়ে সময় বের করার যারপরনাই চেষ্টা করেছেন বলিউডের এই অভিনেত্রী।

ঝামেলা হয়েছে ‘ফোর্স টু’ নিয়ে। গত বছরের অক্টোবরে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান এর অভিনেতা জন অ্যাব্রাহাম। তাই নতুনভাবে চিত্রায়নের সময়সূচি সাজাতে হয়েছে। পরে ২৮ বছর বয়সী এই অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়বেন ‘আকিরা’র প্রচারণায়। বছরের শেষ প্রান্তে সোনাক্ষী হয়ে উঠবেন হাসিনা!

হাসিনা হলেন দাউদ ইব্রাহিমের দুই বোনের মধ্যে একজন। ১২ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তার পরিচিতি ছিলো আন্ডারওয়ার্ল্ডের কুইন হিসেবে। পুত্র-কন্যাকে নিয়ে নাগপাড়ায় থাকতেন তিনি। গত বছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৫ বছর বয়সে তার মৃত্যু হয়।  

মজার ব্যাপার হলো, তিন বছর আগে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে দাউদ ইব্রাহিমের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।