ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

রাজধানীর ১৮টি বিলবোর্ডে বাপ্পি ও মিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
রাজধানীর ১৮টি বিলবোর্ডে বাপ্পি ও মিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুগ বদলেছে, প্রচারে চাই নতুনত্ব। ঢালিউডে ছবির প্রচারণায় লেগেছে সেই ছোঁয়া।

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত ‘সুইটহার্ট’ ছবির কলাকুশলীরা দর্শকের দৃষ্টি আকর্ষণে ভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। ছবিটির প্রধান দুই নায়ক-নায়িকা বাপ্পি ও বিদ্যা সিনহা মিম ঠাঁই পেয়েছেন বিলবোর্ডে। তা-ও একটি-দুটি  নয়, গুনে গুনে ১৮টি বিলবোর্ডে থাকছে তাদের মুখ।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘সুইটহার্ট’ ছবির ‌‌‘মিউজিক সেলিব্রেশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। অনুষ্ঠানে তিনি বলেন, “ছবিটির শুটিং শুরু হওয়ার পর থেকে কোনো কিছুতে কমতি রাখা হয়নি। প্রচারের বেলায়ও আমরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। রাজধানীর ১৮টি স্থানে ‘সুইটহার্ট’-এর বিলবোর্ড টানানো হয়েছে। আমাদের বিশ্বাস, ঢাকার দর্শক ছবিটি গ্রহণ করলে দেশের অন্যান্য স্থানেও এটি দেখতে আগ্রহ তৈরি হবে। ”

বাপ্পি ও মিমের পাশপাশি অনুষ্ঠানে আরও ছিলেন ছবিটির অন্যতম অভিনয়শিল্পী রিয়াজ। তিনি জানান, ‘সুইটহার্ট’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। দীর্ঘদিন পর বড় পর্দায় নিয়ে আসার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেতা।

আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রোমান্টিক ঘরানার ছবি ‘সুইটহার্ট’। এর বিভিন্ন গান ইতিমধ্যে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছে। এ ছবির গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ, হৃদয় খান, শফিক তুহিন ও আহমেদ হুমায়ূন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।