ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাখ লাখ টাকায় ফুকেটে পিট-জোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
লাখ লাখ টাকায় ফুকেটে পিট-জোলি

হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি এখন থাইল্যান্ডে। সঙ্গে আছে তাদের ছয় সন্তান।

সেখানে তারা উঠেছেন প্রাসাদতুল্য একটি বাড়িতে। প্রতি রাতে এর ভাড়া ১৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ১৬ হাজার টাকারও বেশি।

ফুকেটের আমানপুরি বিচ রিসোর্টের ওই দোতলা বাড়িতে আছে ১০টি শোবার ঘর, শরীরচর্চা কেন্দ্র ও ছোট ছোট মূর্তি দিয়ে ঘেরা একটি পুল। ঘরের কাজকর্ম সম্পাদনের দায়িত্ব পালন করছেন আট জন কর্মচারী। খবর নিউইয়র্ক পোস্টের।

জানা গেছে, বিলাসবহুল ইয়টে চড়ে সাগর ঘুরেছেন পিট-জোলি ও তাদের সন্তানরা। এ ছাড়া মিনি গলফ খেলা, বিপণি বিতানে কেনাকাটা আর স্থানীয় হিন্দু মন্দির পরিদর্শন- কিছু বাদ দেননি তারা।

এদিকে গত ১৩ নভেম্বর মুক্তি পায় অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত ‘বাই দ্য সি’। এ ছবিতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেন ব্র্যাড পিট। আগামী ২৯ জানুয়ারি মুক্তি প্রতীক্ষিত ‘কুংফু পান্ডা থ্রি’ ছবিতে বাঘিনী চরিত্রে শোনা যাবে জোলির কণ্ঠ। ‘দ্য ব্রেডউইনার’ (২০১৭) নামে আরেকটি অ্যানিমেটেড ছবিতে তার কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।

* ‘বাই দ্য সি’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।