ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিশুতোষ ছবিতে ফেরদৌস ও সাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
শিশুতোষ ছবিতে ফেরদৌস ও সাবা ফেরদৌস ও সোহানা সাবা/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবার তাদের দেখা মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’য়।

দুটি ছবিতে তাদের অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নতুন আরেকটি ছবিতে জুটি হয়েছেন ফেরদৌস ও সোহানা সাবা। শিশুতোষ এ ছবির নাম ‘প্রাচীর পেরিয়ে’।

বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে ফেরদৌস জানান, তিনি আজকাল তথাকথিত গল্পের ছবিতে অভিনয় করছেন না। বিশেষ কোনো বার্তা বহন করে এমন ছবিতে কেবল চুক্তিবদ্ধ হচ্ছেন। ‘প্রাচীর পেরিয়ে’ তেমনই একটি ছবি। এর গল্পটি তার খুব পছন্দ হয়েছে।

‘প্রাচীর পেরিয়ে’ ছবিটি পরিচালনা করবেন শাহানূর রিপন। কয়েকদিনের মধ্যে এর মহরত হবে। ফেব্রুয়ারিতে শুরু হবে দৃশ্যধারণ।

ফেরদৌস এর আগে ‘শোভনের স্বাধীনতা’ ও ‘পুত্র’ নামে দুটি শিশুতোষ ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘পুত্র’ এখনও মুক্তি পায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।